রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা

মো. মনিরুজ্জামান

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা

মডেল টেস্ট

 

 (পূর্ব প্রকাশের পর)

২০.       কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে?

            A. Semibarbula            B. Funaria       C.  Riccia         D. Marchantia

২১.        রুই মাছের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে কতটি ফুলকা থাকে?

            A. ৪ জোড়া          B. ৪ টি  C. ৮ জোড়া          D. ৬ টি

২২.        ল্যাটারেল লাইন সংবেদী অঙ্গ থাকে কোন প্রাণীতে?

            A. ঘাসফড়িং         B. রুই মাছে         C. হাইড্রায়           D. মানুষ

২৩.       যকৃতে যে রূপে শর্করা জমা থাকে-         

A. গ্লুকোজ           B. গ্লিসারল           C. গ্লাইকোজেন      D. সেলুলোজ

২৪.       অ্যাপেনডিক্স কোনটির সাথে সংযুক্ত?      

A. ইসোফ্যাগাস     B. পাকস্থলী          C. ক্ষুদ্রান্ত্রে            D. বৃহদন্ত্র

২৫.       পাকস্থলীতে কোন পরিবেশে পরিপাক সম্পন্ন হয়?

A. ক্ষারীয়            B. নিউট্রাল           C. অম্লীয় D. অম্লীয়-ক্ষারীয়

২৬.        কোনটি অ্যাগ্রানুলোসাইট?

            A. নিউট্রোফিল      B. ইওসিনোফিল     C. লিস্ফোসাইট      D. বেসোফিল

২৭.       কোনটি প্লাজমা প্রোটিন নয় (Which one is not a plasma protein)?

            A. অ্যালবুমিন       B. ফিব্রিনোজেন      C. গ্লোবিউলিন       D. গ্লোবিন

২৮.       হূিপণ্ডে কোন গহ্বর থাকে—

            A. পেরিটনিয়ো গহ্বর B. পেরিনিয়েল গহ্বর         C. প্লিউরাল গহ্বর   D. পেরিকার্ডিয়াল গহ্বর

২৯.        মানুষের ট্রাকিয়ার প্রতিটি শাখাকে বলা হয়—

            A. অ্যালভিওলাস    B. ট্রাকিওল          C. ব্রঙ্কাস D. ফুসফুস

৩০.       কোন অঙ্গ থেকে সারফ্যাকটেন্ট তৈরি হয়?

            A. অ্যালভিওলাস    B. ট্রাকিয়া            C. ব্রঙ্কাস D. ল্যারিংক্স

৩১.       ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত?

            A. দশ হাজার        B. দশ লক্ষ          C. পঞ্চাশ লক্ষ       D. সত্তর লক্ষ এর অধিক

৩২.       বৃক্কের অবতল অংশের ভাঁজকে বলা হয়-  

A. হাইলাম           B. কর্টেক্স C. মেডুলা            D. পিরামিড

33.       I shall do it –––– pleasure.       A. with    B. for    C. in     D. upon

34. A formal composition or speech expressing high praise of somebody–––.

            A. elegy           B. eulogy         C. caricature    D. exaggeration

35. A song embodying religious and sacred emotions.

            A. lyric  B. Ode           C. Hymn  D. Ballad

 

Answer sheet : 20.C 21.B 22.B 23.C 24.D 25.C 26.C 27.D 28.D 29.C 30.A 31.D 32.A 33.A 34.B 35.C

সর্বশেষ খবর