রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির

নবম ও দশম শ্রেণির

হিসাববিজ্ঞান

১। নিচের কোনটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয়?

            ক) প্রাইজবন্ড

            খ) ট্রেজারি বিল

            গ) সাধারণ শেয়ার

            ঘ) ট্রেজারি বন্ড

২। কোন ঝুঁকির কারণে কোম্পানি খুব দ্রুত বিলোপ সাধন হতে পারে?

            ক) আর্থিক ঝুঁকি

            খ) ব্যবসায়িক ঝুঁকি

            গ) তারল্য ঝুঁকি

            ঘ) সুদের হার ঝুঁকি

৩। তারল্য ঝুঁকি কীসের ওপর নির্ভর করে?

            ক) বিনিয়োগের নগদায়নের ওপর

            খ) বিনিয়োগের মূল্য কমে যাওয়ার ওপর

            গ) সুদের হারের ওপর

            ঘ) অর্থ সরবরাহকারীদের ওপর

৪। নিচের কোন অবস্থায় বন্ডে বিনিয়োগের বাজারমূল্য কমে?

            ক) সুরে হার কমলে

            খ) বাজার সুদের হার বাড়লে

            গ) সুদের হার অপরিবর্তিত থাকলে

            ঘ) বাজার সুদের হার ওঠানামা করলে

৫। তারল্য ঝুঁকি বেশি-

            i. অংশীদারি ব্যবসায়ে

            ii. যৌথমূলধনী ব্যবসায়ে

            iii. একমালিকানা ব্যবসায়ে

 নিচের কোনটি সঠিক?

            ক) i, ii খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৬। অতিরিক্ত স্থায়ী ব্যয় থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?

            ক) তারল্য ঝুঁকি

            খ) সুদের হার ঝুঁকি

            গ) ব্যবসায়িক ঝুঁকি

            ঘ) আর্থিক ঝুঁকি

৭। তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়-

            i. শেয়ারহোল্ডারদের

            ii. বন্ডহোল্ডারদের

            iii. ঋণপত্রের অধিকারীকে

 নিচের কোনটি সঠিক?

            ক) i, ii খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৮। অনিশ্চয়তা কীরূপ?

            ক) অপরিহারযোগ্য

            খ) পরিমাপযোগ্য

            গ) পরিবর্তনযোগ্য

            ঘ) পরিহারযোগ্য

৯। মুনাফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থায়নে কোনটি বৃদ্ধি পায়?

            ক) আয় খ) ব্যয়

            গ) ঝুঁকি ঘ) বিক্রয়

১০। ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে প্রয়োজ্য উক্তি কোনটি?

            i. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি

            ii. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে

            iii. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব

 নিচের কোনটি সঠিক?

            ক) i, ii খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

১১। ব্যবসায় শুরুর আগে কোনটি অত্যাবশ্যক?

            ক) সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা

            খ) সুষ্ঠু পরিকল্পনা

            গ) কর্মী নির্বাচন

            ঘ) বাজার চাহিদা নিরূপণ

উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর