মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

মো. শফিকুল ইসলাম

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

 

১.         আমরা হাঁটার সময় পেছন দিকে পা দিয়ে মাটির ওপর তির্যকভাবে বল প্রয়োগ করি, এ ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?

            ক. নিউটনের মহাকর্ষ সূত্র

            খ. ভরাবেগের সংরক্ষণ সূত্র

            গ. শক্তির নিত্যতার সূত্র

            ঘ. নিউটনের তৃতীয় সূত্র

২.         বস্তুর একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলে—

            ক. সুপ্ততাপ           খ. গৃহীত তাপমাত্রা

            গ. মগ্নতাপ            ঘ. আপেক্ষিক তাপ

৩.         উত্তল লেন্সে আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে?

            i. অসদ ও সোজা    ii. সদ ও উল্টো

            iii. বিবর্ধিত

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৪.         রূপচর্চায় কোন দর্পণ ব্যবহারে বিশেষ সুবিধা পাওয়া যায়?

            ক. উত্তল দর্পণ       খ. সমতল দর্পণ

            গ. অবতল দর্পণ      ঘ. কোনটিই নয়

৫.         কোনটির সাহায্যে শিরার ব্লক ভাল্বগুলোর ক্রিয়া দেখা যায়?

            ক. অপটিক্যাল ফাইবার

            খ. এনজিওগ্রাফি      গ. আলোক নল

            ঘ. এমআরআই

৬.         নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী?

            ক. মাটি   খ. কাঠ

            গ. কাচ    ঘ. কাগজ

৭.         সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহূত হয়—

            ক. Infrasonic sound

            খ. SONAR

            গ. RADAR       ঘ. MRI

৮.         বিভব শক্তি কোনটির ওপর নির্ভর করে না?

            ক. বেগ    খ. ভর    গ. ম   ঘ. উচ্চতা

৯.         তরঙ্গের কী ঘটে না?

            ক. ব্যতিচার          খ. প্রতিফলন

            গ. প্রতিসরণ          ঘ. উপরিপাতন

১০.       নিচের কোনটিতে তড়িৎ মোটর ব্যবহূত হয় না?

            ক. বৈদ্যুতিক পাখা   খ. পাম্প

            গ. ট্রান্সফরমার       ঘ. রোলিং মিল

১১.        জরায়ুর টিউমার শনাক্ত করতে ব্যবহূত হয়—

            ক. আলট্রাসনোগ্রাম খ. সিটি স্ক্যান

            গ. এন্ডোসকপি       ঘ. এমআরআই

১২.        গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিচের কোন পরীক্ষাটি উচিত নয়?

            ক. এক্স-রে           খ. আল্ট্রাসনোগ্রাম

            গ. এমআরআই       ঘ. ইসিজি

১৩.       যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গ থেকে শব্দ তরঙ্গ আলাদা করা হয়—

            ক. রূপারোপণ        খ. বিরূপারোপণ

            গ. মডুলেশন          ঘ. কোনোটিই নয়

১৪.       কোন কণাটি হিলিয়াম নিউক্লিয়াস?

            ক. আলফা            খ. বিটা

            গ. গামা   ঘ. মেসন

১৫.       কোন যন্ত্রে তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়া ব্যবহূত হয়?

            ক. ট্রানজিস্টর         খ. মোটর

            গ. অ্যামপ্লিফায়ার     ঘ. ট্রান্সফরমার

১৬.        তড়িৎ চৌম্বক আবেশ আবিষ্কার করেন কে?

            ক. ওয়েরস্টেড        খ. জোসেফ হেনরি

            গ. ফ্যারাডে           ঘ. ম্যাক্সয়েল

১৭.       কোনটির রোধ বেশি?

            ক. তামা   খ. রুপা

            গ. নাইক্রোম          ঘ. টাংস্টেন

১৮.       কোনো বস্তুকে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো —

            ক. অ্যামিটার         খ. ভোল্টমিটার

            গ. অণুবীক্ষণ যন্ত্র     ঘ. তড়িত্ক্ষণ যন্ত্র

১৯.        কম্পমান সুরশলাকার গতি কী ধরনের গতি?

            ক. চলন গতি         খ. রৈখিক গতি

            গ. স্পন্দন গতি       ঘ. ঘূর্ণন গতি

২০. ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের কত গুণ?

            ক. ৩    খ. ২   গ. ২/৩    ঘ. ৩/২

২১.        স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি?

            ক. ঘস-২   খ. ঘস-১   গ. ঘস   ঘ. চধ

২২.        প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?

            ক. ধাতব পদার্থ জোড়া লাগানো

            খ. ধাতব পদার্থ কাটা

            গ. কারখানার বিশেষ স্থানকে আলোকিত করা

            ঘ. ধাতব পদার্থের তড়িৎ পরিবহন।

উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.খ ৮.ক ৯.ক ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.গ ২১.ক ২২.গ

 

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সুধীর বরণ মাঝি

দ্বিতীয় অধ্যায়

(দ্বিতীয় পরিচ্ছেদ)

বহুনির্বাচনী প্রশ্ন

১.         আর্যগণ কোথায় বসবাস করতে থাকেন?

            ক. সিন্ধুনদের তীরবর্তী অঞ্চলে

            খ. গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে

            গ. মিসরীয় অঞ্চলে

            ঘ. কৃষ্ণনদের তীরবর্তী অঞ্চলে।

২.         পার্থ কার আরেক নাম?

            ক. শ্রীকৃষ্ণের          খ. অর্জুনের

            গ. ভীমের             ঘ. যুধিষ্ঠির।

৩। যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট—

            i শ্রীচৈতন্য   ii. শ্রীরামনন্দ   iii. অক্ষরাবাদ।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. iii     ঘ. i,ii ও iii.

৪.         কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন?

            ক. ১৮৯৪ সালে      খ. ১৮৯৬ সালে

            গ. ১৮৯৭ সালে      ঘ. ১৮৯০ সালে।

৫.         বাবা লোকনাথ ব্রহ্মচারীর নৈতিক আদর্শের মূলমন্ত্র ছিল—

            i. সততা, নিষ্ঠা ii. সংযস, সাম্য iii. সেবা।

            নিচের কোনটি সঠিক?

            ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

৬.         ইস্কন দ্বারা কী বোঝায়?

            ক. আন্তর্জাতিক চরিতামৃত সংঘ

            খ. আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ

            গ. আন্তর্জাতিক রামকৃষ্ণাশ্রম

            ঘ. আন্তর্জাতিক সত্সঙ্গ।

৭.         যারা সিন্ধুনদকে হিন্দুনদ বলে উচ্চারণ করত—

            i. বহিরাগত আফগান সম্প্রদায়

            ii. বহিরাগত পার্সিক সম্প্রদায়

            iii. ভারতীয় সম্প্রদায় ।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

৮.         শক্তির উপাসকদের কী বলা হয়?

            ক. বৈষ্ণব   খ. শৈব   গ. শক্তিমান   ঘ. শাক্ত।

৯.         ১৯২১ সালে ‘কে’ দুর্ভিক্ষপীড়িতদের সেবা করেন?

            ক. স্বামী স্বরূপানন্দ খ. স্বামী প্রভুপাদ

            গ. স্বামী প্রণবানন্দ   ঘ. স্বামী বিবেকানন্দ।

১০. বাবা লোকনাথ ব্র্রহ্মচারী যেখানে আশ্রম প্রতিষ্ঠা করেন—

            ক. কিশোরগঞ্জের পাকুন্দিয়া

            খ. নারায়ণগঞ্জের বারদী

            গ. নেত্রকোনার মোহনগঞ্জ ঘ. ঢাকার দোহার।

১১. কে সমাজের সকল ধর্ম ও বর্ণের মানুষকে এক হরিনামে মেতে থাকার আহ্বান জানান?

            ক. হরিচাঁদ ঠাকুর     খ. শ্রীরামচন্দ্র

            গ. শ্রীকৃষ্ণ             ঘ. শ্রীচৈতন্য।

১২. ভগবান হিসেবে পূজিত কে?

            ক. শ্রীকৃষ্ণ  খ. শ্রীচৈতন্য  গ. যুধিষ্ঠি   ঘ. ভীম।

১৩.       হরিচাঁদ ঠাকুরের হরিনাম, জগতে যা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়—

            i. কল্যাণ     ii. সমৃদ্ধি    iii. শান্তি।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

১৪.       মহাপুরুষদের আদর্শ থেকে সমাজে যা প্রতিষ্ঠিত হয়—

            i. ব্রাহ্ম সমাজ ii. একেশ্বরবাদ iii. অযাচক আশ্রম।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫.       কে মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন?

            ক. সদানন্দ ব্রহ্মচারী             খ. শিবাজী

            গ. মহেন্দ্রজী           ঘ. গৌতম।

১৬.        মোক্ষলাভের সহায়ক ধর্ম চিন্তায় ভোগবাদের স্থলে কিসের আবির্ভাব ঘটে?

            ক. কর্মবাদ            খ. দর্শনবাদ

            গ. মৌলবাদ           ঘ. সন্ন্যাসবাদ।

            নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ

            ‘বিবাদ নয়,সহায়তা, বিনাশ নয়,পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।’

১৭.       উপরোক্ত উক্তিটি কোন ব্যক্তির বিখ্যাত?

            ক. শ্রীরামকৃষ্ণ        খ. স্বামী বিবেকানন্দ

            গ. মহেন্দ্রজী           ঘ. রাজা রামমোহন রায়।

১৮.       উক্ত মহাপুরুষের আদর্শ প্রতিষ্ঠিত হবে—

            i. সকল জীবকে ভালোবাসলে

            ii. ঈশ্বর জ্ঞানে জীবসেবা করলে

            iii. সেবা ও নিষ্ঠা করলে।

            নিচের কোনটি সঠিক?

            ক. i   খ. i ও ii   গ. ii ও iii   ঘ. i,ii ও iii

১৯.        ভক্তিবাদে সমৃদ্ধ কোনটি?

            ক. গীতা   খ. সাধক   গ. বিষ্ণু পুরাণ   ঘ. বেদ।

২০.       “যুক্তিহীন বিচারণে ধর্মহানিঃপ্রজায়তে”—অর্থ কোনটি?

            ক. যুক্তিহীন বিচারে ধর্মহানিতে প্রজারা কষ্ট পায়

            খ. প্রজাদের কষ্ট দেওয়া যৌক্তিক ধর্মের পরিপন্থী

            গ. যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে

            ঘ. ধর্মহানি না ঘটলে প্রজারা খুশি হয় ।

২১.        গীতায় ভগবানের যে আহ্বান রয়েছে—

            i. সতত আমাকে স্মরণ কর

            ii. আমাতেই সমস্ত কর্ম সমর্পণ কর

            iii. আমাতে ক্ষমা প্রার্থনা কর।

            নিচের কোনটি সঠিক?

            ক. i   খ. i ও ii   গ. ii ও iii   ঘ. i,ii ও iii

২২.        মাতুয়া ধর্মের মূল কথা কী?

            ক. হরিণামে মেতে থাকা

খ. জীব উদ্ধার করা 

            গ. প্রকৃতির সেবা করা

            ঘ. দেব-দেবীর উপাসনা।

২৩.       পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কত খ্রিস্টাব্দে আবির্ভূত হন?

            ক. ১৮০৮ খ্রিস্টাব্দে   খ. ১৮১০ খ্রিস্টাব্দে

            গ. ১৮১২ খ্রিস্টাব্দে    ঘ. ১৮১৪ খ্রিস্টাব্দে।

২৪.       শ্রীচৈতন্যের মতে যা দিয়ে পরম অরাধ্য ভগবানকে লাভ করা যায়—

            ক. প্রেমপূর্ণ ভক্তি     খ. ভোগবিলাস

            গ. ত্যাগ তিতিক্ষা     ঘ. বিচক্ষণতা।

২৫.       অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কে?

            ক. মহেন্দ্রজী         

            খ. শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংস

            গ. রজনীকান্ত         ঘ. স্বামী বিবেকানন্দ।

২৬.        জীব উদ্ধারের উপকরণ কোনটি?

            ক. মহানাম কীর্তন  খ. অতিথি সেবা

            গ. উপাসনা করা     ঘ. আরাধনা করা।

 

উত্তরমালা : ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.খ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ক. ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.ক

 

 

সর্বশেষ খবর