মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ

দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

অভাগীর স্বর্গ

—শরচন্দ্র চট্টোপাধ্যায়

(পূর্ব প্রকাশের পর)

 

৬.         ঠাকুরদাস মুখুর্যের বর্ষীয়সী স্ত্রী কোন রোগে মারা গেলেন?

            ক.  জ্বরে   খ. কলেরায়  গ.  ক্যানসারে  ঘ. আমাশয়

৭.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যান্বেষণে কোথায় যান?

            ক.  রেঙ্গুন    খ. করাচি   গ. কাঠমান্ড    ঘ. কলম্বো

৮.         কত খ্রিস্টাব্দে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুন যান?

            ক. ১৯০২ খ্রিস্টাব্দে   খ.  ১৯০৩ খ্রিস্টাব্দে

            গ. ১৯০৪ খ্রিস্টাব্দে   ঘ. ১৯০৫ খ্রিস্টাব্দে

৯.         বৃদ্ধ মুখোপাধ্যায় কিসের ব্যবসায় অতিশয় সঙ্গতিপন্ন?

            ক.  সুদের কারবার  খ. তেলের কারবার

            গ.  ধানের কারবার              ঘ. চালের কারবার

১০.       কাঙালির মা কোন বংশের মেয়ে?

            ক.  ব্রাহ্মণ    খ.  নম              গ.  দুলে      ঘ.  শুদ্র         

১১.        কাঙালির মা কোথায় দাঁড়িয়ে অন্ত্যেষ্টিক্রিয়া দেখিল?

            ক. পুকুর পাড়ে       খ. রাস্তার উপর

            গ.  নদীর তীরে       ঘ. ঢিবির উপর

১২.        চিতার ধুঁয়া কোন রঙের?

            ক. সাদা রঙের    খ. কাল রঙের             গ. নীল রঙের       ঘ. সবুজ রঙের      

১৩.       চিতার ধুঁয়ার মধ্যে কাঙালির মা কিসের চেহারা দেখতে পেল?

            ক. রথের    খ. আগুনের  গ. সর্গের    ঘ. দেবতার  

১৪.       কাঙালির বয়স কত?

            ক. ১৪/১৫   খ. ১৫/১৬ গ. ১৬/১৭   ঘ. ১৭/১৮   

১৫.       মুখুর্যের স্ত্রী মারা গেলে—

            i. দুই পায়ে আলতা দিল  ii. মাথায় সিন্দুর দিল

            iii. ললাটে চন্দন দিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i         খ. ii  গ. i ও ii    ঘ. i, ii ও iii       

১৬.        মুখুর্যের স্ত্রীর মৃত্যুতে কাঙালির মার চোখে পানি আসল কারণ—

            i. স্বামীর পায়ের ধূলির কথা ভেবে         

            ii. নিজের মৃত্যুর কথা চিন্তা করে

            iii. চন্দন, সিন্দুর, আলতা, ঘৃত, ধূয়ার কথা ভেবে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও iii      খ. ii ও iii  গ. iii     ঘ. i ও ii

১৭.       ঠাকুরদাস মুখুর্যের বর্ষীয়সী স্ত্রী কতদিন রোগে ভুগে মারা যান?

            ক.  ছয়দিন  খ. ৪ সাতদিন গ.  নয়দিন   ঘ.  দশদিন

 

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.গ ১১. ঘ ১২.গ ১৩. ক ১৪.ক ১৫.ঘ ১৬. ঘ ১৭.খ।

সর্বশেষ খবর