রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নবম শ্রেণির ফিন্যান্স ব্যাংকিং

জিল্লুর রহমান

নবম শ্রেণির ফিন্যান্স ব্যাংকিং

বহু নির্বাচনী প্রশ্ন

১.         বর্তমানে অর্থায়নকে কী হিসেবে ব্যবহার করা হয়?

            ক. ব্যবস্থাপনা সহায়ক প্রক্রিয়া

            খ. অর্থায়ন ব্যবস্থাপনা

            গ. ব্যবসায়ের মূল চালিকাশক্তি

            ঘ. অর্থায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়া

২.         নিচের কোনটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধিতে সাহায্য করে?

            i. সুনাম রর. মুনাফার হার ররর. পণ্যের মূল্য

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

            নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            নেহাল পড়াশোনা শেষ করে নিজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করে। মূলধনের চাহিদা মেটানোর জন্য সে ব্যাংক থেকে ঋণ নেয়। প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে নেহালের পর্যাপ্ত মুনাফা থাকে।

৩.         পণ্য বিক্রয়লব্ধ অর্থ দিয়ে নেহালের কোন খরচ মেটানো উচিত?

            ক. ব্যাংক ঋণ        খ. চলতি মূলধন

            গ. দীর্ঘমেয়াদি মূলধন

            ঘ. মধ্যমেয়াদি ঋণ

৪.         নেহালের ব্যবসায়ে নেহাল কোন নীতি অনুসরণ করে?

            ক. তারল্য বনাম মুনাফানীতি

            খ. উপযুক্ততার নীতি

            গ. কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বণ্টন

            ঘ. মুনাফা ও ঝুঁকির নীতি

৫.         জেবা সামিহার নিকট বাকিতে ৫০০ টাকার পণ্য বিক্রয় করে। তারা নিজের ভেতর একটি বিনিময় বিল প্রস্তুত করে, যা চাইলে পরে ব্যাংক থেকে বাট্টা করা যাবে। বিলের মেয়াদ ছিল তিন মাস। কার কাছে বিলটি প্রাপ্য বিল?

            i. জেবা    ii. সামিহা    iii. ব্যাংক

            নিচের কোনটি সঠিক?

            ক. i     খ. ii     গ. iii     ঘ. ii ও iii

৬.         নিচের কোনটি করযোগ্য নয়?

            i. শেয়ারের লভ্যাংশ

            ii. বন্ড থেকে প্রাপ্ত কুপন

            iii. ব্যাংক ঋণের সুদ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৭.         ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সব কিছু’—এটা কার উক্তি?

            ক. অধ্যাপক সোয়ার্স

            খ. অধ্যাপক কিসচ

            গ. অধ্যাপক এলকিন

            ঘ. ড. এস এন সেন

৮.         ‘রুল ৭২’ কী?

            ক. ৭২ নম্বর আইন  খ. ৭২টি আইন

            গ. সুযোগ ব্যয় নির্ণয়ের সূত্র

            ঘ. প্রকল্প মূল্যায়নের সূত্র

৯.         নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়?

            ক. ট্রেজারি বিল      খ. ঋণপত্র

            গ. বন্ড     ঘ. শেয়ার

১০.       রাসেল তার জমানো ২ লাখ টাকা কোনো মুনাফাজনক ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। তবে তার টাকাটি প্রয়োজনবোধে নগদে রূপান্তর করার সুযোগ পেতে চায়। তার বন্ধুর মতে, বন্ডে বিনিয়োগ নিরাপদ। রাসেল টাকাটি শেয়ারে বিনিয়োগ করতে চায়। রাসেল বিনিয়োগকারী হিসেবে কোন ঝুঁকির সম্মুখীন?

            ক. সুদ হারের ঝুঁকি  খ. আর্থিক ঝুঁকি

            গ. ব্যবসায়িক ঝুঁকি  ঘ. তারল্যঝুঁকি

১১। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?

            ক. দীর্ঘমেয়াদি সঠিক বিনিয়োগ

            খ. স্থায়ী সম্পত্তি ক্রয়

            গ. বাট্টার হার নির্ধারণ

            ঘ. মূলধন বাজেটিং

১২.        মূলধন বাজেটিংয়ের প্রথম ধাপ কী?

            i. নগদ আন্তঃপ্রবাহ প্রাক্কলন

            ii. নগদ বহিঃপ্রবাহ প্রাক্কলন

            iii. চলতি খরচ পূর্বানুমান

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৩.       মুন আলিফ অ্যান্ড কোং-এ ৩০,০০০ টাকা বিনিয়োগ করে। আলিফ অ্যান্ড কোং-এর মালিক আলিফ মুনকে বিনিয়োগের ওপর ১০% সুদ দিতে প্রস্তুত। ওই প্রতিষ্ঠান থেকে মুনের প্রত্যাশিত আয় আলিফের জন্য কী?

            ক. ঋণের ব্যয়        খ. করপূর্ব ব্যয়

            গ. মূলধনের ব্যয়     ঘ. বিনিয়োগের মুনাফা

১৪.       প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির হার ১২% এবং প্রথম বছর মুনাফা/লভ্যাংশ ১১৫ টাকা। পঞ্চম বছরে ওই প্রতিষ্ঠানের লভ্যাংশ কত হবে?

            ক. ২০০.৬২ টাকা   খ. ২১০.৫৪ টাকা

            গ. ২০২.৬৭ টাকা    ঘ. ১৮০.৯৫ টাকা

১৫.       কোন কার্যক্রম ছাড়া জনগণের নিকট শেয়ারের আবেদন করা যায় না?

            i. সরকারের অনুমতিপত্র

            ii. ন্যূনতম মূলধন সংগ্রহ

            iii. সংবাদপত্রে বিবরণপত্র ছাপানো

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৬.        কোনটি রূপান্তরযোগ্য?

            i. বন্ড     ii. অগ্রাধিকার শেয়ার

            ররর. সাধারণ শেয়ার

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৭.       নিচের কোনটি শেয়ারের শ্রেণি নয়?

            ক. বি    খ. জি     গ. জে      ঘ. এন

১৮.       কাগজি মুদ্রার প্রচলন হয় কখন থেকে?

            ক. ১৮ শতক         খ. ১৯ শতক

            গ. ২০ শতক         ঘ. ১৭ শতক

১৯.        কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংকের পরিচালক সংখ্যা কতজন হতে পারবে?

            ক. ১-১০ জন        খ. ২-১০ জন

            গ. ২-১৩ জন         ঘ. ২-১৫ জন

২০.       কোন ব্যাংকের আলাদা কোন সত্তা থাকে না?

            ক. চেইন ব্যাংক      খ. কৃষি ব্যাংক

            গ. শাখা ব্যাংক       ঘ. একক ব্যাংক

২১.        সাব্বির ব্যবসায়ের জন্য ঋণ নিতে চায়। ঋণের টাকা দিয়ে সে প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনতে চায়। ইসলামী ব্যাংক তাকে যন্ত্রপাতি কিনে দিতে রাজি হলো। এটি কোন ধরনের ইসলামী ব্যাংকিং?

            ক. মুদারাবা           খ. মুসারাকা

            গ. মুরাবাহা           ঘ. ইজারা

২২.        নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী?

            i. মূলধন বিনিয়োগ   ii. মূলধন গঠন

            iii. অছি হিসাবে কাজ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৩.       বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কী?

            ক. আমানতকারীর অর্থ

            খ. বিনিয়োগকারীর অর্থ

            গ. প্রাপ্ত সুদ

            ঘ. বৈদেশিক বিনিয়োগ

২৪.       ব্যাংক হিসাব খুলতে কোনটার প্রয়োজন হয় না?

            ক. গ্রাহক পরিচিতি ফরম

            খ. গ্রাহকের আয়ের উৎস

            গ. কর্মস্থলের ঠিকানা

            ঘ. গ্রাহকের শিক্ষাগত যোগ্যতাপত্র

২৫.       কোন হিসাবে জীবন বীমার সুবিধা পাওয়া যায়?

            ক. ডিপোজিট পেনশন স্কিম

            খ. বীমা সঞ্চয়ী হিসাব

            গ. স্থায়ী হিসাব

            ঘ. ঋণ আমানত হিসাব

২৬.        সোহেল আগে নগদ টাকা ব্যবহার করে বাজার করত। তবে এখন সে একটি কার্ডের মাধ্যমেই বাজার করতে পারে। আবার ওই কার্ড ব্যবহার করে ব্যাংকের বুথ থেকে টাকা তুলতেও পারে। সোহেলের কার্ডের নাম কী?

            ক. ডেবিট কার্ড       খ. ক্রেডিট কার্ড

            গ. ব্যবসায় কার্ড     ঘ. চেক

২৭.       চেকে কোনটি থাকে না?

            ক. হিসাব নম্বর       খ. শাখা

            গ. বাহকের বিবরণ   ঘ. টাকার অঙ্ক

২৮.       কত নম্বর অধ্যাদেশ বলে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়?

            ক. ১২০  খ. ১২৫

            গ. ১২৭   ঘ. ১৩০

২৯.        বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?

            ক. ৪ জন             খ. ৭ জন

            গ. ১০ জন            ঘ. ১২ জন

 

উত্তরমালা : ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.গ ২৯.ঘ।

সর্বশেষ খবর