রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এইচএসসির জীববিজ্ঞান : দ্বিতীয় পত্র

মো. শফিকুল ইসলাম

এইচএসসির জীববিজ্ঞান : দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে।

 

১.         প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

            ক. হাইপোফ্যারিংস  খ. ম্যান্ড্রিবল

            গ. ম্যাক্সিলা           ঘ. ল্যাবিয়াম

২.         উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

            ক. স্বাদ গ্রহণ         খ. সর্বভুক

            গ. ম্যান্ডিবল ও দাঁত

            ঘ. চর্বণকৌশল

৩.         কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত?

            ক. ঘাসফড়িং         খ. রুই মাছ

            গ. পাখি   ঘ. মানুষ

৪.         ঘাসফড়িংয়ের রক্ত সংবহনের সঠিক পথ কোনটি?

            ক. মস্তকের সাইনাস

           → মপেরিনিউরাল সাইনাস

            → মপেরিভিসারেল সাইনাস

            → মপেরিকার্ডিয়াল সাইনাস

            খ. মস্তকের সাইনাস

           → মপেরিভিসারেল সাইনাস

            → মপেরিকার্ডিয়াল সাইনাস

           → মপেরিনিউরাল সাইনাস

            গ. পেরিনিউরাল সাইনাস

            → মমস্তকের সাইনাস

            → মপেরিভিসারেল সাইনাস

            → মপেরিকার্ডিয়াল সাইনাস

            ঘ. পেরিভিসারেল সাইনাস

            → মপেরিনিউরাল সাইনাস

            → মপেরিকার্ডিয়াল সাইনাস

            → মমস্তকের সাইনাস

৫.         ঘাসফড়িংয়ের পরিপাকনালির ত্রিকোণাকার গঠনটির নাম কী?

            ক. কোলন            খ. গিজার্ড

            গ. মলাশয়            ঘ. পাকস্থলী

 

            চিত্রটি দেখে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

 

৬.         চিত্রে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়

            i. ঘাসফড়িং          ii. আরশোলা

            iii. রুই মাছের

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. ii, iii

            গ. i, iii ঘ. i, ii ও iii

৭.         উল্লিখিত অঙ্গ

            i. পরিপাকনালিতে উন্মুক্ত

            ii. রেচন পদার্থ নিষ্কাশন করে

            iii. হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. ii, iii

            গ. i, iii ঘ. i, ii ও iii

৮.         টিনিডিয়া ঘাসফড়িংয়ের কোন তন্ত্রে পাওয়া যায়?

            ক. পরিপাকতন্ত্র

            খ. রেচনতন্ত্র

            গ. শ্বসনতন্ত্র

            ঘ. প্রজননতন্ত্র

৯.         ঘাসফড়িংয়ের ডিম্বাণু কী ধরনের?

            ক. মেসোলেসিথাল

            খ. টেলোলেসিথাল

            গ. সেন্ট্রোলেসিথাল

            ঘ. মাইক্লো-লেসিথাল

 

১০.       ঘাসফড়িংয়ের ওভিপজিটর কী কাজে ব্যবহূত হয়?

            ক. লালা নিঃসরণে

            খ. বর্জ্য নিষ্কাশনে

            গ. শ্বসনকার্যে

            ঘ. ডিম্ব ত্যাগে

১১.        সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক?

            ক. মালপিজিয়ান নালিকা

            খ. মালপিজিয়ান বডি

            গ. নেফ্রিডিয়া

            ঘ. পানি সংবহনতন্ত্র

 

১২.        ঘাসফড়িংয়ের হেপাটিক সিকার সংখ্যা কয়টি?

             ক. ১২   খ ১৩

            গ. ১৪     ঘ. ১৫

১৩। চিত্রে চিহ্নিত অংশগুলোর মধ্যে কোনটি শিকারের দেহে বিদ্ধ হয়?

 

            ক. অ     খ. ই       গ. ঈ       ঘ. উ

১৪.       কোনটি রূপান্তরের সঠিক ধাপ?

            ক. ডিমমপিউপামলার্ভা মইমাগো

            খ. ডিমমইমাগোমলার্ভা মপিউপা

            গ. ডিমমলার্ভামপিউপা মইমাগো

            ঘ. ডিমমলার্ভামইমাগো মপিউপা

১৫.       অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?

            ক. লার্ভা খ. নিম্ফ গ. ইমাগো   ঘ. পিউপা

১৬.        ঘাসফড়িংয়ের সুপারপজিশন দর্শনে কোনটি সঠিক?

            ক. সুস্পষ্ট বিম্ব তৈরি হয়

            খ. বস্তুর খণ্ড খণ্ড বিম্ব তৈরি হয়

            গ. আইরিশ আবরণ সংকুচিত থাকে

            ঘ. রেটিনাল আবরণ প্রসারিত থাকে

১৭। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?

            ক. ১ বার খ. ৩ বার গ. ৫ বার ঘ. ৭ বার

 

উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.গ।

সর্বশেষ খবর