রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

ইমরান হোসেন

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর)

সততার পুরস্কার : মুহম্মদ শহীদুল্লাহ

            অন্যদিকে উদ্দীপকের হাফিজও ভিক্ষুকের জামাটা সেলাই করে দিয়ে তাকে সাহায্য করে।

            উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় ফুটে উঠেছে।

            বহুনির্বাচনী প্রশ্ন

১.         ‘সততার পুরস্কার’ গল্পের মূল বাণী কী?

            i. সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয়

            ii. আল্লাহ মানুষকে পরীক্ষা করেন

            iii. আল্লাহ সেলাককে যথাযথ পুরস্কার দেন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii       

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২. স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে কাদের কাছে এসেছিল?

            ক. ১ জন লোকের কাছে        

            খ. ২ জন লোকের কাছে

            গ. ৩ জন লোকের কাছে               

            ঘ. ৪ জন লোকের কাছে

৩.         ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন?

            ক. সাহায্য নেওয়ার জন্য       

            খ. পরীক্ষা নেওয়ার জন্য

            গ. শিক্ষা দেওয়ার জন্য               

            ঘ. মূল্যায়নের জন্য

৪.         তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন?

            ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়    

            খ. তার ছাগল বেশি হয়েছিল

            গ. তার আর ধন-সম্পদের দরকার ছিল না

            ঘ. সে অকৃপণ ছিল

৫.         প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে—

            i. সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য                        

            ii. চরম অকৃতজ্ঞতা

            iii. উপকারীর উপকার স্বীকার করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i     খ. ii    গ. i ও ii     ঘ. ii ও iii

৬.         প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা গেলে সে তাকে তার কোন কষ্টের কথা বলে?

            ক. সকলে যে আমাকে বড় ঘৃণা করে          

            খ. আহা! আমার এই রোগ যদি সারিয়া যায়

            গ. আহা! আমার জীবন কত কষ্টের

            ঘ. আহা! আমার শরীর যদি সুস্থ হতো

৭. তৃতীয় ব্যক্তির প্রার্থনায় কী ফল হলো?

            ক. তার গায়ের চামড়া ভালো হলো  

            খ. তার মাথায় চুল গজাল

            গ. তার টাক সেরে গেল              

            ঘ. তার চোখ ভালো হয়ে গেল

৮.         দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহর দূত কী দিলেন?

            ক. ছাগল  খ. গাভিন ছাগল

            গ. গাভিন উট         ঘ. গাভিন গাই

৯.         আল্লাহর দূত কোন রূপে লোক তিনটির কাছে এসেছিলেন?

            ক. নিজের রূপে      খ. মানুষের রূপে

            গ. ফেরেশতার রূপে ঘ. ফকিরের রূপে

১০. ফেরেশতা লোক তিনটির কাছে নিজের কী পরিচয় দিল?

            ক. বিদেশি            খ. ফেরেশতা

            গ. ফকির ঘ. মুসাফির

১১.        ফেরেশতা অকৃতজ্ঞদের কী শাস্তি দিল?

            i. তাদের আগের রূপ ফিরিয়ে দিল

            ii. তাদের অর্থ-সম্পদ কেড়ে নিল

            iii. তাদের বর্তমান রূপ ও অর্থ দুই-ই কেড়ে নিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i    খ. ii    গ. iii     ঘ. i, ii ও iii

১২.        ‘সততার পুরস্কার’ গল্পে কে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল?

            ক. ফেরেশতা         খ. প্রথম ব্যক্তি

            গ. দ্বিতীয় ব্যক্তি      ঘ. তৃতীয় ব্যক্তি

১৩. ফেরেশতা অন্ধ ব্যক্তিকে কী বলল?

            i. আল্লাহ তোমার ওপর খুশি হইয়াছেন

            ii. আমিও তোমার ওপর খুশি হইয়াছি

            iii. বাস্। তোমার জিনিস তোমারই থাকো

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii       

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৪.       ‘সততার পুরস্কার’ গল্পটি পড়লে শিক্ষার্থীদের কী লাভ হবে?

            i. সততার পরিচয় দিতে পারবে

            ii. নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে

            iii. অকৃতজ্ঞতা ও কৃতজ্ঞতার ফল সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৫.       ফেরেশতার অনুগ্রহে তিনজনের কী দূর হলো?

            i. অসুখ   ii. দারিদ্র্যতা       

            iii. শারীরিক ত্রুটি

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii  

            গ. iii     ঘ. i, ii ও iii

১৬.        প্রথম দুই ব্যক্তি ফেরেশতাকে কী করে?

            ক. সম্মানে বরণ করে                   

            খ. দূর দূর করে তাড়িয়ে দেয়

            গ. ফেরেশতার কাছে ঋণ স্বীকার করে        

            ঘ. আগের অবস্থার কথা অস্বীকার করে।

 

উত্তরমালা : ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ।

সর্বশেষ খবর