(পূর্ব প্রকাশের পর)
বহুনির্বাচনী প্রশ্ন
১৬. একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কোন হিসাবটি বন্ধ হয়ে যায়?
ক. ব্যাংক হিসাব খ. নগদান হিসাব
গ. উত্তোলন হিসাব ঘ. মূলধন হিসাব
১৭. কোনটির ডেবিট জের প্রকাশ করে?
ক. মালিকানাস্বত্ব খ. দায় গ. আয় ঘ. ব্যয়
১৮. লেনদেনগুলোকে স্থায়ীভাবে, সারিবদ্ধভাবে ও শ্রেণিবদ্ধভাবে লেখা হয়—
ক. সাধারণ জাবেদায় খ. বিশেষ জাবেদায়
গ. প্রকৃত জাবেদায় ঘ. খতিয়ানে।
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সুবির তার প্রতিষ্ঠানের নগদপ্রাপ্তি ও প্রদানগুলো নগদান বইতে লিপিবদ্ধ করেন। ২০১৬ সালের জুন মাসের ৫ তারিখে জনাব সুবোধের কাছে ১০% বাট্টায় ৫০,০০০ টাকার মাল বিক্রয় করে অর্ধেক টাকা পাওয়া গেল। জুন ২০ তারিখে পাপ্পুকে তার ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা চেকে প্রদান করা হলো।
১৯. জনাব সুবিরের নিট পাওনার পরিমাণ কত টাকা?
ক. ৫০,০০০ খ. ৪৫,০০০
গ. ২৫,০০০ ঘ. ২২,৫০০
২০. জুন ২০ তারিখের লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করা হবে?
ক. একঘরা নগদান বইতে
খ. দুই ঘরা নগদান বইতে
গ. তিন ঘরা নগদান বইতে
ঘ. নগদপ্রাপ্তি জাবেদায়
২১. কোন বাট্টা তিন ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়?
ক. প্রদত্ত বাট্টা খ. ক্রয় বাট্টা
গ. বিক্রয় বাট্টা ঘ. কারবারি বাট্টা
২২. রেওয়ামিল বহির্ভূত হলো—
i. সম্ভাব্য দায় ii. সম্ভাব্য সম্পদ
iii. সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii
২৩. আসিফ তার কারবারের জন্য ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল এবং পরবর্তী সময়ে ৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল। আসিফের এই ভুলকে কী ধরনের বলা হবে?
ক. লেখার ভুল খ. বাদ পড়ার ভুল
গ. পরিপূরক ভুল ঘ. বেদাখিলার ভুল
২৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
ক. বিশদ আয় বিবরণী খ. মালিকানাস্বত্ব বিবরণী
গ. আর্থিক অবস্থার বিবরণী
ঘ. আর্থিক বিবরণী
২৫. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে বিশদ আয় বিবরণীকে প্রধানত কয়টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়?
ক. ১ ধাপ খ. ২ ধাপ গ. ৩ ধাপ ঘ. ৪ ধাপ
২৬. স্থায়ী সম্পদগুলো যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতিবছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোন নীতিতে?
ক. চলমান প্রতিষ্ঠান ধারণা খ. রক্ষণশীলতার নীতি
গ. ক্রয়মূল্য নীতি ঘ. বস্তুনিষ্ঠতার ধারণা
২৭. প্রত্যক্ষ কাঁচামাল হলো—
i. শার্ট তৈরির জন্য সুতা
ii. আসবাবপত্রের জন্য কাঠ
iii. চিনির জন্য ইক্ষু
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
২৮. লিজু সু কোং এক ধরনের বিশেষ জুতা তৈরি করার জন্য ৫০,০০০ টাকা ব্যয় করে ফর্মা তৈরি করে। এই ব্যয়টি লিজু কোংয়ের কোন ধরনের ব্যয়?
ক. প্রত্যক্ষ মজুরি খ. পরোক্ষ খরচ
গ. আরোপণযোগ্য খরচ
ঘ. প্রত্যক্ষ কাঁচামাল
২৯. পারিবারিক মুনাফাজাতীয় ব্যয় হলো—
i. ঘরবাড়ি নির্মাণ ii. মোটরসাইকেল ক্রয়
iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i, ii ঘ. i ও iii
উত্তরমালা : ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.গ ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.খ।