শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

১.         সুন্দরবনের বাঘ ও হরিণের সংখ্যা কমে যাচ্ছে কেন?

            ক. বন উজাড় হওয়ার কারণে       

            খ. অন্যান্য প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে

     গ. মাছ ধরার নৌকা চলাচলের কারণে  

            ঘ. জোয়ার-ভাটার কারণে

২.         মিরাজ সাহেব একজন বিজ্ঞানী। তার কাজের লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম—

     ক. উদ্ভাবন করা খ. আবিষ্কার করা

     গ. মেনে নেওয়া  ঘ. চ্যালেঞ্জ করা

৩.         রহিমের চাচার হাত ও পায়ের চামড়ায় ঘা দেখতে পেল। এর কারণ হিসেবে সে কোনটিকে চিহ্নিত করবে?

            ক. অধিক পানি পান করা         

            খ. পানিতে ব্যাকটেরিয়ার জীবাণু ছিল

     গ. আর্সেনিকযুক্ত পানি পান করা     

            ঘ. পানি ময়লাযুক্ত ছিল

৪.         সবুজ পাতায় খাদ্য তৈরিতে কোনটি ব্যবহূত হয় না?

     ক. পানি                   খ. ক্লোরোফিল

     গ. কার্বন ডাই-অক্সাইড     ঘ. অক্সিজেন

৫.         কয়লা ও হীরা উভয়ই কার্বন দিয়ে তৈরি; কিন্তু কয়লার চেয়ে হীরা অনেক শক্ত কেন?

     ক. হীরার তারের বন্ধন অনেক বেশি দৃঢ়

            খ. কয়লার তাপের বন্ধন অনেক বেশি দৃঢ়

     গ. হীরার বন্ধনশক্তি কম               

            ঘ. কয়লার বন্ধনশক্তি বেশি

৬.         আমাদের দেহের শক্তি আসে—

     ক. আলো থেকে খ. বিদ্যুৎ থেকে

     গ. বায়ু থেকে    ঘ. খাবার থেকে

৭.         তোমার বন্ধু সাফিন দিন দিন মুটিয়ে যাচ্ছে। এ অবস্থায় তুমি তাকে কোন ধরনের খাবার খাওয়ার জন্য বলবে?

     ক. জাংকফুড    খ. পরিমিত খাবার

     গ. অতিরিক্ত খাবার         ঘ. কৃত্রিম রং মেশানো খাবার

৮.         বিদ্যালয়ের রাস্তার পাশের কারখানার কালো ধোঁয়া থেকে রেহাই পেতে নিচের কোনটিকে বেশি গুরুত্ব দেবে?

     ক. অন্য স্কুলে ভর্তি হব   খ. মাস্ক পরে স্কুলে যাব

     গ. মালিককে কারখানা বন্ধ করতে বলব 

            ঘ. কারখানার পাশে উঁচু দেয়াল তৈরি করতে বলব

৯.         তোমার বিদ্যালয়ে গত ২৫ বছরের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের রেকর্ড আছে। এমন  অনেক বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা থেকে তুমি কীসের ধারণা পাবে?

     ক. আবহাওয়া  খ. জলবায়ু   গ. মৌসুমি বায়ু  ঘ. বৃষ্টি

১০.       লিসার ছোট বোন জ্বরে ভুগছে। তার জ্বরের মাত্রা পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করবে?

    ক. ব্যারোমিটার  খ. ফ্যারোমিটার

    গ. সিসমোগ্রাফ   ঘ. থার্মোমিটার

১১.        মিথুন তার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি পড়ে পুনরায় দেখতে কোন কাজটি করবে?

            ক. তথ্যটি খাতায় লিখবে খ. তথ্যটি আবার অনুসন্ধান করবে

     গ. তথ্যটি মুছে দেবে  ঘ. তথ্যটি পেনড্রাইভে সংরক্ষণ করবে

১২.        জানালার কাচ তৈরি করা হয় এক ধরনের বালুকণা দিয়ে, বালু প্রাকৃতিক সম্পদ হলে কাচ কোন ধরনের সম্পদ?

            ক. প্রাকৃতিক সম্পদ   খ. কৃত্রিম সম্পদ

     গ. জীবাশ্ম জ্বালানি             ঘ. খনিজ সম্পদ

১৩.       রুমাকে একটি এলাকার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। এর জন্য তাকে মোট জনসংখ্যাকে কী দিয়ে ভাগ করতে হবে?

            ক. এলাকার জন্মহার     খ. এলাকার মৃত্যুহার

     গ. এলাকার ক্ষেত্রফল    ঘ. এলাকার দৈর্ঘ্য

১৪.       পঞ্চম শ্রেণির ছাত্রী নীলা কাঠ দিয়ে একটি কলমদানি বানাল। কলমদানিটি কেমন সম্পদ?

            ক. প্রাকৃতিক সম্পদ     খ. মানবীয় সম্পদ

            গ. কৃত্রিম সম্পদ        ঘ. নবায়নযোগ্য সম্পদ

১৫.       মিজান শীতপ্রধান দেশে বাস করে। সেখানে প্লাস্টিকের ঘর বানিয়ে শাকসবজি চাষ করা হয়। এই ঘরের নাম কী?

            ক. রেড হাউস        খ. হোয়াইট হাউস

     গ. গ্রিন হাউস    ঘ. ব্লু হাউস

১৬.        শীতকালে তুমি ভারি কাপড় পরো। তখন কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

            ক. উত্তর-পূর্ব         খ. উত্তর-পশ্চিম

     গ. দক্ষিণ-পশ্চিম            ঘ. পূর্ব-পশ্চিম

১৭.       বর্তমান সময়ে ফেসবুক বা টুইটার হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এ মাধ্যমে তথ্য আদান-প্রদানে কোনটি ব্যবহার করা হয়?

ক. ইন্টারনেট   খ. ই-মেইল     গ. ফ্যাক্স  ঘ. টেলিফোন

১৮. প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের অনুসন্ধানের ক্ষেত্রে রাশেদ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। এ পদ্ধতির শেষ ধাপের আগের ধাপ কোনটি?

ক. পর্যবেক্ষণ  খ. পরীক্ষণ 

গ. বিনিময়  ঘ. সিদ্ধান্ত গ্রহণ

১৯. মুনিয়া পুরাতন টায়ারে জমে থাকা পানি ফেলে দিল। না ফেললে কী রোগের উৎপত্তি হতে পারত?

ক. টাইফয়ে   খ. ডেঙ্গু   

 গ. বাতজ্বর    ঘ. কালাজ্বর

২০. ৬-১২ বছর বয়সী শিশুর দৈনিক কী পরিমাণ দুধ পান করা প্রয়োজন?

 ক. ২৫০ মিলি খ. ৩০০ মিলি 

 গ. ২০০ মিলি ঘ. ৫০০ মিলি

২১. রমিজ সাহেব শিল্প এলাকায় বাস করেন। সম্প্রতি তার প্রতিবেশীসহ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের রোগাক্রান্ত হওয়ার কারণ কী?

            ক. পরিবেশের উন্নয়ন       খ. পরিবেশদূষণ

            গ. পানির অপচয়           ঘ. মাটির উর্বরতা

২২.        শিমুর গোলাপ গাছটি বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভর করে বেঁচে থাকে। এই জড়বস্তুর মধ্যে কোনটি রয়েছে?

            ক. ঘাস   খ. পোকা    গ. সূর্যের আলো    ঘ. কচুরিপানা

২৩.       পর্বত আরোহণ করা আরিফ সাহেবের এক প্রকার শখ। তিনি পর্বত আরোহণের সময় কোনটি ব্যবহার করবেন?

            ক. অক্সিজেন          খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. নাইট্রোজেন        ঘ. হাইড্রোজেন

২৪.       কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে?

            ক. খরার সময়       খ. ঝড়ের সময়

            গ. বৃষ্টির সময়        ঘ. বন্যার সময়

২৫.       তুমি একদিন বাজার থেকে কলা কিনে এনে দেখলে কলার ওপরটা পাকা আর ভিতরে কাঁচা। দোকানি কলায় কী ব্যবহার করেছিল?

            ক. ফরমালিন  খ. কার্বাইড   গ. ভিনেগার   ঘ. লবণ

২৬.        তুমি জানতে পারলে আগামীকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭% থাকবে। এমতাবস্থায় বিদ্যালয়ে যাওয়ার সময় নিচের কোন কাজটি করবে।

            ক. কালো কাপড় পরব    খ. মোটা কাপড় পরব

            গ. ছাতা সঙ্গে রাখব      ঘ. সঙ্গে ওষুধ রাখব

                                (চলবে)

সর্বশেষ খবর