বহুনির্বাচনী প্রশ্ন
১. কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
ক. ১৮৫৮ সালের ২ আগস্টখ. ১৮৫৮ সালের ২ সেপ্টেম্বর
গ. ১৮৫৮ সালের ২ অক্টোবর
ঘ. ১৮৫৮ সালের ২ নভেম্বর
২. ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়—
i. ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে
ii. শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে
iii. নিয়মিত মিছিল-মিটিংয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও :
তারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্ত্যক্ত করে।
৩. তারেকের আচরণটিতে কী প্রকাশ পায়?
ক. শিশু অপরাধ খ. মূল্যবোধের অবক্ষয়
গ. মাদকাসক্তি ঘ. নিঃসঙ্গতা
৪. উদ্দীপকে বর্ণিত তারেকের আচরণের ফলে—
i. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে
ii. মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না
iii. সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. জাতিসংঘের পতাকায় জলপাই পাতা কীসের প্রতীক?
ক. সমঝোতার খ. সৌহার্দ্যের
গ. নেতৃত্বের ঘ. শান্তির
৬. শারীরিক-মানসিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে কীসের জন্ম দেয়?
ক. হীনমন্যতার খ. হতাশার
গ. অবহেলার ঘ. অপরাধের
৭. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
ক. ৫বার খ. ১০বার
গ. ১৫বার ঘ. ২০বার
৮. ছিয়াত্তরের মন্বত্তর বাংলা কত সালে হয়েছিল?
ক. ১১৭৬ সালে খ. ১২৭৬ সালে
গ. ১৩৭৬ সালে ঘ. ১৪৭৬ সালে
৯. ‘ক্র্যাক’ প্লাটুন হলো—
ক. গেরিলা দল খ. নৌ সেনা
গ. বিশেষ বাহিনী ঘ. বিমান বাহিনী
১০. বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে?
ক. ১৯০২ সালে খ. ১৯০৩ সালে
গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৫ সালে
অনুচ্ছেদটি পড় ১১ এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এই শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। যার একটি ধরন নিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে।
১১. আমাদের দেশে কোন ধরনের গণতান্ত্রিক সরকার রয়েছে?
ক. রাষ্ট্রপতি শাসিত সরকার
খ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
গ. যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সরকার ঘ. অনির্বাচিত সরকার
১২. উক্ত সরকার ব্যবস্থায়—
i. সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি
ii. শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী
iii.সরকার প্রধান দণ্ড মওকুফের ক্ষমতা রাখেন
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে—
i. গণমাধ্যম ব্যবহার করে
ii. তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ররর.ভাষাগত প্রতিবন্ধকতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও ii
১৪. বিশ্বস্বাস্থ্য সংস্থা কত সালে গঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
১৫. মুক্তি বাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
ক. কর্নেল আব্দুর রব
খ. জেনারেল আতাউল গণি ওসমানী
গ. ইয়ার ভাইস মার্শাল এ.কে.খন্দকার
ঘ. জেনারেল কে.এম. সফিউল্লাহ
১৬. রাজা শশাঙ্কের মৃত্যু পরবর্তী একশত বছরকে মাত্স্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন—
i. দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
ii. বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
iii. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৭. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
১৮. লীগ অব নেশনস কত সালে গঠিত হয়?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৮ সালে
গ. ১৯২০ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তরমালা : ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.গ।