বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মেডিকেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

মো. মনিরুজ্জামান

মেডিকেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

পূর্ণমান-১০০ সময় : ৬০ মিনিট

 

১.         প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে—

            ক. ক্লোমোপ্লাস্ট        খ. ক্লোরোপ্লাস্ট

            গ. ইলায়োপ্লাস্ট        ঘ. অ্যালিউরোপ্লাস্ট

২.         নবম জোড়া করোটিক স্নায়ুর নাম—

            ক. হাইপোগ্লোসাল    খ. অডিটরি   

            গ. অ্যাবডুসেন্স       ঘ. গ্লসোফ্যারিঞ্জিয়াল

৩.         চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন পেশি?

            ক. ট্রাইসেপস         খ. রেকটাস ফিমোরিস  

            গ. বাইসেপসফিমোরিস          ঘ. ডেলটয়েড

৪.         মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত?

            ক. থ্যালামাস         খ. সেরেবেলাম

            গ. সেরেব্রাম          ঘ. হাইপোথ্যালামাস

০৫.       গ্লোবিউলার প্রোটিন নয়—

            ক. মায়োগ্লোবিন      খ. এনজাইম 

            গ. হিমোগ্লোবিন       ঘ. ইনসুলিন

০৬.       লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে?

            ক. হিমোফিলিয়া      খ. ইকথিওসিস

            গ. অস্টিওপোরোসিস             ঘ. থ্যালাসেমিয়া

০৭.       কোনটি টার্সাল অস্থি নয়?

            ক. ক্যালক্যানিয়াস   খ. কিউনিফর্ম

            গ. ট্র্যাপেজিয়াম       ঘ. কিউবয়েড

০৮.       কোথায় লাইসোসোম থাকে না?

            ক. RBC            খ. বৃক্ক কোষ   

            গ. WBC            ঘ. অন্দ্রের আবরণী কোষ

০৯.       ব্যাকটেরিয়া ধ্বংসে এন্টিবজিক সাহায্য করে—

            ক. কমপ্লিমেন্ট সিস্টেম           খ. ভ্যাক্সিন  

            গ. ইন্টারফেরন       ঘ. অণুচক্রিকা

১০.       পর্ণমোচি বনভূমির উদ্ভিদ—

            ক. শাল    খ. গোলপাতা           গ. ছাতিম     ঘ. গর্জন

১১.        নিচের কোন BMI অতিরিক্ত ওজন নির্দেশ করে?

            ক. 18.5-24.9 kg/m2      খ. 25-29.9 kg/m2

            গ. 30.0-34.9 kg/m2   ঘ. 35.0-39.9 kg/m2

১২. স্টাচের উপাদান —

            ক. অ্যামাইলেজ      খ. অ্যামাইলোপ্যাকটিন

            গ. উভয়ই             ঘ. কোনটিই নয়

১৩. এনজাইম—

            ক. Lipid            খ. Protein

            গ. Carbohydrate           ঘ. Amino Acid

১৪.       স্টেরল থাকে না—

            ক. ব্যাকটেরিয়া       খ. সায়ানোব্যাকটেরিয়া

            গ. উভয়ই ঘ. কোনটিই নয়

১৫. সমগোত্রীয় নয়—

            ক. ইয়েলো ফিভার   খ. টাইফয়েড

            গ. ইনফ্লুয়েঞ্জা         ঘ. ডেঙ্গু

১৬.        সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলে—

            ক. লিপোভাইরাস    খ. প্রিয়ন

            গ. নিউক্লিওক্যাপসিড            ঘ. কোনটিই নয়

১৭.       ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায় কোনটি থেকে?

            ক. পেঁপে   খ. নিম     গ. সিনকোনা     ঘ. অর্জুন

১৮.       কোনটিতে ক্লোরোফিল নেই?

            ক. শৈবাল   খ. ছত্রাক    গ. মস    ঘ. ফার্ন

১৯.        পাতায় প্রতি বর্গ সেন্টিমিটারে পত্ররন্ধ্র থাকে?

            ক. ১০০০—৬০০০  খ. ৬০০০—১০০০০  

            গ. ১০০০—৬০,০০০            ঘ. কোনটিই নয়

২০.       অর্কিড বিস্তার লাভ করে কীসের মাধ্যমে?

            ক. কীটপতঙ্গ দ্বারা    খ. পানি দ্বারা

            গ. মানুষ দ্বারা         ঘ. বায়ু দ্বারা

২১.        সপুষ্পক উদ্ভিদের লিঙ্গধর অঙ্গ কোনটি?

            ক. পরাগধানী         খ. পরাগরেণু  

            গ. পরাগদণ্ড           ঘ. মাতৃকোষ

২২.        ক্ষুদ্রান্ত্রের অংশ নয়—

            ক. ভিওডেনাম        খ. ইলিয়াম    

            গ. এপেনডিক্স        ঘ. জেজুনাম

২৩.       যকৃতের আবরণী—

            ক. কোয়াড্রেট         খ. প্লুরা   

            গ. গ্লিসন্স ক্যাপসুল             ঘ. কোনটিই নয়

২৪.       ভ্যাটার অব অ্যাম্পুলা উন্মুক্ত হয় কোথায়?

            ক. পাকস্থলী          খ. ডিওডেনাম

            গ. পিত্তথলি           ঘ. ইলিয়াম

২৫.       সারফ্যাকট্যান্ট ক্ষরণ শুরু হয়—

            ক. ২৪ সপ্তাহ         খ. ২২ সপ্তাহ

            গ. ২০ সপ্তাহ          ঘ. ২৩ সপ্তাহ

২৬.        এপিগ্লটিস থাকে কোনটিতে?

            ক. শ্বাসনালি          খ. স্বরযন্ত্র   

            গ. গলবিল            ঘ. ভেস্টিবিউল

২৭.       মানুষের করোটিকার অস্থি—

            ক. ৪টি    খ. ১৪টি    গ. ২২টি    ঘ. ২৪টি

২৮.       পিটুইটারি গ্রন্থি অবস্থিত—

            ক. হাইপোথ্যালামাসের সাথে   

            খ. থ্যালামাসে      গ. মেডুলায়      ঘ. কোনটিই নয়

২৯.        মেসোডার্ম থেকে তৈরি হয়—

            ক. রক্ত     খ. মস্তিষ্ক     গ. রেটিনা    ঘ. মধ্যকর্ণ

৩০.       সম্মুখ পিটুইটারির হরমোন—

            ক. TSH খ. Oxytocin

            গ. Prolactin       ঘ. LH

৩১. কোনটি নীরব ঘাতক?

            ক. CO2     খ. CO   গ. NO      ঘ. NO2

৩২. স্থায়ী মূল কণিকা নয়—

            ক. নিউট্রিনো      খ. প্রোটন     গ. নিউট্রন    ঘ. ইলেকট্রন

৩৩. বেকারি সামগ্রীতে কোন Preservative ব্যবহৃত হয়?

            ক. পটাশিয়াম         খ. সোডিয়াম সারবেট           

            গ. ক্যালসিয়াম সরবেট          ঘ. KNO2

৩৪. বর্ণালী মাপার যন্ত্র—

            ক. স্পেকট্রোগ্রাফার  খ. স্পেকট্রোমিটার

            গ. স্পেকট্রোস্কোপি   ঘ. স্পেকটোগ্রাফ

৩৫.       প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলে?

            ক. ভরসংখ্যা         খ. নিউক্লিয়ন        

            গ. নিউক্লিয়াস        ঘ. পাঃ সংখ্যা

৩৬.       স্থায়ী আইসোটোপ নেই কার?

            ক. Fe        খ. Na      গ. Ne       ঘ. H

৩৭.       গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়?

            ক.  Mg খ. সেভরিয়া    গ. থোরিয়া      ঘ. কোনটিই নয়

৩৮.       সবচেয়ে তড়িৎ ধনাত্মক ক্ষারধাতু—

            ক. Li       খ. Na       গ. K        ঘ. C5

৩৯. সানবার্ন এর চিকিৎসায় ব্যবহৃত হয়—

            ক. অবলোহিত রশ্মি  খ. অতিবেগুণি রশ্মি

            গ. এক্স-রে            ঘ. হিলিয়াম রশ্মি

৪০.       উদ্বায়ী তরল—

            ক. আয়োডিন   খ. ক্লোরিন      গ. ফ্লোরিন                ঘ. ব্রোমিন

৪১. রক্তের PH<7 হলে কী রোগ হয়?

            ক. অ্যাসিডোসিস     খ. অ্যাসিডিটি        

            গ. অ্যালকালোসিস   ঘ. কোনটিই নয়

৪২. অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কোনটি?

            ক. A          খ. C         গ. E            ঘ. সবগুলো

৪৩. কোনটি তাপহারী প্রক্রিয়া নয়?

            ক. ঊর্ধ্বপাতন  খ. বাষ্পীকরণ  গ. গলন  ঘ. স্ফটিকীকরণ

৪৪. স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে প্রভাবক—

            ক. Ti         খ. Pt         গ. Ni          ঘ. Fe

৪৫.   কোন প্রিজার্ভেটিভ ব্রেস্ট ক্যান্সারের কারণ?

            ক. সোডিয়াম সরবেট            খ. সায়েট্রিক এসিড

            গ. SO2  ঘ. প্যারাবেন

৪৬. আফটার শেভ লোশনের অনুভূতিনাশক—

            ক. মেনথল            খ. অ্যালানটোন

            গ. উভয়ই ঘ. কোনটিই নয়

            ক. ট্রপোমণ্ডল         খ. স্টাটোমণ্ডল

            গ. মেসোমণ্ডল        ঘ. তাপমণ্ডল

৪৮.       পানির PH কত হলে জলজ প্রাণী টিকতে পারে না?

            ক. ৫.০     খ. ৩.০      গ. ৬.০      ঘ. ৪.০

৪৯. ফ্লু গ্যাসে কোনটি থাকে না?

            ক. H2S  খ. SO2   গ. SO3   ঘ. NO

৫০. পানির গুণগত মান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয় না?

            ক. খরতা              খ. PH  

            গ. দ্রবীভূত অক্সিজেন ঘ. দ্রবীভূত তরল।    (চলবে)

 

উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.গ ৮.ক ৯.ক ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.ঘ ২১.ক ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.খ ৩১.খ ৩২.ক ৩৩.ক ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ ৪১.ক ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ঘ।

সর্বশেষ খবর