বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

মো. আবদুর রহিম, শিক্ষক

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১. সংক্ষেপে উত্তর দাও :         

ক. বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?

খ. ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কে?

গ. টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী কোন বাংলাদেশি ক্রিকেটার?

ঘ. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন সংযোগের নাম কী?

ঙ. ভুটানের রাজধানীর নাম কী?

চ. ঢাকায় নির্মাণাধীন মেট্রোরেলের দৈর্ঘ্য কত?

ছ. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?

জ. ‘শাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি কোন কবির কবিতার আলোকে নির্মিত?

ঝ. ‘ফাদার অব দি বেঙ্গল রেজিমেন্ট’ কাকে বলা হয়?

ঞ. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন কে?

উত্তর :

ক. জেনারেল আবদুল আজিজ

খ. কিম জং ইয়ং (দক্ষিণ কোরিয়া)

গ. মুশফিকুর রহিম (২১৯)

ঘ.  SEA-ME-WE 5

ঙ. থিম্পু

চ. ২০.১ কিমি

ছ. দুই নদীর মধ্যবর্তী ভূমি

জ. সুকান্ত ভট্টাচার্য

ঝ. আতাউল গনি ওসমানী

ঞ. তোফায়েল আহমেদ

২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :              

ক.........বাংলাদেশে প্রথম উপরাষ্ট্রপতি

খ. ভিটামিন ‘এ’-এর অপর নাম....

গ. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম.......

ঘ. এসআই  এককে বিদ্যুৎ প্রবাহের একক.....

ঙ. একজন  পূর্ণবয়স্ক মানুষের দেহে লৌহের পরিমাণ........

চ. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার...........

ছ. .........চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন

জ. ............বিশ্বের দীর্ঘতম নদী

ঝ. ব্লু-টুথ প্রযুক্তিতে ডাটা স্থানান্তরে ........ প্রযুক্তি ব্যবহৃত হয়।

ঞ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’.... সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

উত্তর :

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. রেটিনল

গ. তাজিংডং (বান্দরবান) 

ঘ. অ্যাম্পিয়ার

ঙ. ২-৬ গ্রাম

চ. বেগম কবিতা খানম

ছ. লর্ড কর্নওয়ালিস

জ. নীলনদ

ঝ. রেডিও টেকনোলজি

ঞ. ২ নম্বর

৩. এককথায় উত্তর দাও :                    

ক. বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়?

খ. ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালার নাম কী?

গ. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট প্রেরণ করে?

ঘ. বায়ুম-লের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

ঙ. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পুরস্কার লাভ করেন?

চ. স্বাধীন বাংলার প্রথম ক্যাডেট কলেজ কোনটি?

ছ. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

জ. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ঝ. পায়রা সমুদ্রবন্দর কোন নদীর মোহনায় অবস্থিত?

ঞ. ‘শেখ হাসিনা ধরলা সেতু’ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তর :

ক. ১৬ই ডিসেম্বর ১৯৭২

খ. আল্পস

গ. ৫৭তম

ঘ. আয়োনস্ফিয়ার

ঙ. জুলিও কুরি পদক

চ. সিলেট ক্যাডেট কলেজ (১৯৭৮) 

ছ. বগুড়া জেলা

জ. সৈয়দ মাইনুল হোসেন

ঝ. রামনাবাদ

ঞ. কুড়িগ্রাম-লালমনিরহাট

৪. সঠিক উত্তরটি বাছাই কর : 

ক. কোন দেশটি G7-এর সদস্য নয়?

i. ভারত    ii. চীন  iii. মেক্সিকো  iv. কানাডা

i. কোনটি বেমানান?

i. ইরান ii. ভারত iii. আফ্রিকা    iv. চীন

গ. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

i. কুমিল্লা          ii. নরসিংদী      

iii. নওগাঁ        iv. সোনারগাঁ

ঘ. বাণিজ্যিকভাবে কোন দেশ প্রথম 5G প্রযুক্তি চালু করে?

i. চীন             ii. দক্ষিণ কোরিয়া             

iii. যুক্তরাষ্ট্র      iv. জাপান

ঙ. বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

i. কমনওয়েলথ            

ii. ওআইসি                  

iii. জাতিসংঘ   

iv. জোট নিরপেক্ষ আন্দোলন

উত্তর :

ক. iv. কানাডা

খ. iii. আফ্রিকা

গ. ii. নরসিংদী ঘ. ii. দক্ষিণ কোরিয়া ঙ. i. কমনওয়েলথ

৫. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও :             

ক. পরবর্তী বর্ণটি কী?

অ, ই, উ, এ, ...

খ. প্রশ্নবোধক স্থানে কত হবে?

১০, ২২, ৪৬, ৯৪, ?

গ. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬,... ধারার অষ্টম পদ কত?

ঘ. নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে?

i. MOTOR       

ii. OHIO               

iii. OTTO        

iv. NOON

ঙ. প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, ?

উত্তর : ৫. ক. শ, খ. ১৯০, গ. ২৮, ঘ. iii. OTTO, ঙ. ২

সর্বশেষ খবর