মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

১. আবরণী টিস্যু কয় প্রকার?

উত্তর : তিন প্রকার।

২. কানেকটিভ টিস্যু কয় ধরনের?

উত্তর : তিন ধরনের।

৩. মানুষের নাক ও কানের পিনা টিস্যু দিতে গঠিত হয়।

উত্তর : কোমলাস্থি।

৪. কোমলাস্থি কোন ধরনের টিস্যু?

উত্তর : নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু।

৫. অস্থি কী ধরনের টিস্যু?

উত্তর : অনমনীয় স্কেলিটার যোজক টিস্যু।

৬. রক্ত কোন ধরনের টিস্যু?

উত্তর : তরল যোজক টিস্যু।

৭. রক্তের উপাদান কয়টি?

উত্তর : ২টি।

৮. রক্তরস ও রক্তকণিকা কী?

উত্তর : রক্তের দুটি উপাদান।

৯. রক্তরসে কত ভাগ পানি থাকে?

উত্তর : ৯১-৯২ ভাগ।

১০. রক্তকণিকা কয় প্রকার?

উত্তর : তিন প্রকার।

১১. রক্তের রং লাল হয় কেন?

উত্তর : হিমোগ্লোবিনের জন্য।

১২. দেহে অক্সিজেন সরবরাহে সাহায্য করে কে?

উত্তর : হিমোগ্লোবিন।

১৩. দেহের অঙ্গ সংকোচন ও প্রসারণের সাহায্য করে কোন টিস্যু?

উত্তর : পেশি টিস্যু।

১৪.  পেশি টিস্যু কয় ধরনের?

উত্তর : তিন ধরনের।

১৫. ডোরাকাটা পেশিকে কোন পেশি বলা হয়?

উত্তর : ঐচ্ছিক পেশি।

১৬. নিউক্লিয়াস কী দিয়ে তৈরি?

উত্তর : জঘঅ ও প্রোটিন।

১৭. প্রাণীর ইচ্ছানুযায়ী কোন পেশি সংকোচন ও প্রসারণ হয়?

উত্তর : ঐচ্ছিক পেশি।

১৮. কোন টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে?

উত্তর : ঐচ্ছিক পেশিতে।

১৯. প্রাণীর ইচ্ছানুযায়ী সংকোচন ও প্রসারণ হয় না কোন টিস্যু?

উত্তর : অনৈচ্ছিক টিস্যু।

২০. অনৈচ্ছিক টিস্যুর আরেকটি নাম কী?

উত্তর : মসৃণ পেশি।

২১. হৃৎপি- সংকোচিত ও প্রসারিত করে কোন পেশি?

উত্তর : কার্ডিয়াক বা হূৎপেশি।

২২. স্নায়ু টিস্যু কী দিয়ে গঠিত?

উত্তর : অসংখ্য নিউরন দিয়ে।

২৩. একটি আদর্শ নিউরনে কয়টি অংশ থাকে?

উত্তর : তিনটি।

২৪. একটি নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা কিসের মাধ্যমে প্রবাহিত হয়?

উত্তর : সিন্যাপস।

২৫. বিভিন্ন উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ মস্তিষ্কে প্রেরণ করে কে?

উত্তর : নিউরন।

২৬. হূৎপেশি কী ধরনের পেশি?

উত্তর : অনৈচ্ছিক পেশি।

২৭। জীববিজ্ঞানের যে শাখায় অঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?

উত্তর : অঙ্গসংস্থানবিদ্যা।

২৮. মানবদেহে কয় ধরনের অঙ্গসংস্থান আছে?

উত্তর : দুই ধরনের।

২৯. খাদ্য হজমে কোন তন্ত্র জড়িত?

উত্তর : পরিপাকতন্ত্র।

৩০. অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে কোন তন্ত্র?

উত্তর : শ্বসনতন্ত্র।

৩১. শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের কাজ করে কে?

উত্তর : রেচনতন্ত্র।

৩২। মানবদেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে কোন তন্ত্র?

উত্তর : জননতন্ত্র।

৩৩. মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবাহিত হয়?

উত্তর : রক্তের মাধ্যমে।

৩৪. প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র থেকে নিঃসৃত রসকে কী বলে?

উত্তর : হরমোন।

৩৫. ক্ষুদ্র বস্তু দেখার যন্ত্রকে কী বলে?

উত্তর : অণুবীক্ষণ যন্ত্র।

৩৬. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর বদলে কী ব্যবহার করা হয়?

উত্তর : ইলেকট্রন।

৩৭. আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের?

উত্তর : দুই ধরনের।

৩৮. স্টেইনিংয়ের মাধ্যমে কী করা হয়?

উত্তর : কোষ বা টিস্যুকে রং করা হয়।

৩৯. বাইরের আঘাত ও জীবাণু থেকে রক্ষা করে কোন তন্ত্র?

উত্তর : ত্বকতন্ত্র।

৪০। মানবদেহে উদ্দীপনা গ্রহণ করে প্রতিক্রিয়া সৃষ্টি করে কে?

উত্তর : স্নায়ুতন্ত্র।

৪১. মানবদেহে বিভিন্ন টিস্যুর ফাঁকে যে জলীয় পদার্থ থাকে তাকে কী বলে?

উত্তর : লসিকা।

৪২. রক্তরসে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?

উত্তর : ৮-৯ ভাগ।

৪৩. অস্থির দৃঢ়তা প্রদানকারী পদার্থের নাম কী?

উত্তর : ক্যালসিয়াম।

৪৪. দেহের কাঠামো গঠনকারী টিস্যুকে কী বলে?

উত্তর : স্কেলিটাল যোজক টিস্যু।

৪৫. কোন আবরণী টিস্যুর স্তর মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে?

উত্তর : স্ট্যাটিফাইড আবরণী টিস্যু।

৪৬. স্ট্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ দাও।

উত্তর : মেরুদন্ডী প্রাণীর ত্বক।

৪৭. টিস্যু নিয়ে আলোচনাকে কী বলে?

উত্তর : টিস্যুতত্ত্ব বা হিস্ট্রোলজি।

৪৮. মানবদেহে জালের মতো ছড়িয়ে থাকে কোন কোষ?

উত্তর : স্নায়ুকোষ।

৪৯. বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে কোথায়?

উত্তর : নিউক্লিয়াসে।

সর্বশেষ খবর