শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

নবম-দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কেন পালা মৌ গিয়েছিলেন?

ক. বেড়াতে      

খ. ঘুরতে  

গ. প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে 

ঘ. চাকরির সূত্রে

২. ‘শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা একেবারে নাই’ কাজেই এ কথা কেন বলা হয়েছে?

i. ছেলে বিয়ে করতে চেয়েছে বলে

ii. ছেলে কেনাবেচা দরদামের কথা বোঝে না বলে

iii. লেখাপড়া শিখে ছেলে বাপের আদেশ অমান্য করছে বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৩. ‘যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন’ এ উক্তিতে বোঝা যায়-

i. সংকীর্ণমনা 

ii. সাহিত্যবিমুখ 

iii. বৈষয়িক বুদ্ধি তাড়িত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপক পড় ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নাহার একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকার একটি গার্মেন্টে কাজ নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করান।

৪. উদ্দীপকের নাহারের সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক. অভাগী        খ. রসিক বাঘ

গ. কাঙালি        ঘ. রাখালের মা

৫. উক্ত চরিত্রে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো-

i. সন্তান বাৎসল্য   

ii. স্বনির্ভরতা       iii. শ্রেণিবৈষম্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৬. ‘আমাদের খাদ্যসামগ্রী ত্রিগুণাত্মক’ বলতে বোঝানো হয়েছে বাঙালি জাতির-

ক. মসলামুক্ত খাবারকে

খ. মিষ্টি ঝাল ও টক খাদ্যকে

গ. খাদ্যের বৈচিত্র্যকে 

ঘ. আমিষ, স্নেহ ও শর্করা জাতীয় খাদ্যকে

৭. রাশেদের স্কুলের পড়াশোনার চেয়ে বনজঙ্গলে ঘুরে বেড়ানোতেই আনন্দ পায়। প্রকৃতির সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। রাশেদ চরিত্রের সঙ্গে অপু দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা হলো-

i. কৌতুহলপ্রবণতা ii. চঞ্চলতা iii. প্রকৃতি ঘনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৮. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি কোন বাক্যে প্রকাশ পেয়েছে?

i.  সমুদয় সম্পত্তি সে উপুড় করিয়া মেঝেতে ঢালিয়াছে

ii. পটানিদের ডোবার ধারের আমগাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে

iii. কোথায় কার বাগানে আমতলায় জামতলায় ঘুরছে এই চত্তির মাসের রোদ্দুরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৯. সাফা-মারওয়ার সঙ্গে কোন নামটি প্রাসঙ্গিক?

ক. হজরত ইব্রাহীম (আ.)  

খ. হজরত ইসমাইল (আ.)

গ. বিবি হাজেরা (রা.)    

ঘ. বিবি খোদেজা (রা.)

১০. ‘নিমগাছ’ গল্পে কবি বলতে কী বোঝানো হয়েছে?

ক. যিনি কবিতা লেখেন     খ. সৌন্দর্যের পূজারি

গ. নিমগাছের বন্ধু         ঘ. বৃক্ষ প্রেমিক

১১. ‘চন্ডাল’ শব্দের অর্থ কী?

ক. চাঁড়াল         খ. চাষা   

গ. বদরাগী        ঘ. মজুর

১২. মোতাহের হোসেন চৌধুরীর মতে, আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী?

ক. আত্মমর্যাদা খ. জীবসত্তা 

গ. মানবসত্তা    ঘ. ব্যক্তিস্বার্থ

১৩. ‘দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস’ এ বক্তব্যের প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?

ক. সর্বজয়া       খ. অভাগী 

গ. মমতাদি       ঘ. নিরূপম

১৪. কী কারণে বর্তমানে পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র শহরকেন্দ্রিক হয়েছে?

ক. সামাজিক    খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক  ঘ. ধর্মীয়

১৫. ‘খাল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. গ্রিক            খ. তুর্কি   

গ. তামিল         ঘ. মালয়

১৬. দেবী অন্নপূর্ণার প্রকাশ কোথায়?

ক. কাশীতে 

খ. হরিহোড়ের নিবাসে

গ. ভবানন্দ মজুমদারের নিবাসে

ঘ. গয়াতে

 

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ক।

সর্বশেষ খবর