রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নবম-দশম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

বহুনির্বাচনী প্রশ্ন

১. ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?

ক. ইতি             খ. ঐতিহ্য

গ. ইতিহ            ঘ. ঐতিহ থেকে

২. ইতিহাসের পরিসর বিশ্লেষণ করলে পাওয়া যায়-

i. বৈজ্ঞানিক পদ্ধতি

ii. গবেষণা

iii. নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪নং প্রশ্নের উত্তর দাও

প্রকাশের পূর্বপুরুষা জমিদার ছিলেন। তারা পূর্বপুরুষদের পুরনো দালানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। দালানটি দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর ভূগর্ভে মুদ্রা, শিলামূর্তি,তাম্রলিপি ও ইমারত পাওয়া যায়। এছাড়া সিন্দুকের মধ্যে পুরোনো দিনের কিছু বই পাওয়া যায়।

৩. পুরোনো দালানে পাওয়া উপাদানগুলোর মধ্যে ইতিহাসের লিলিখ উপাদান কোনটি ?

ক. ইমারত         খ. বই

গ. মুদ্রা             ঘ. শিলামূর্তি

৪. পুরোনো দালান ভেঙে ইতিহাসের যে উপাদানগুলো পাওয়া যায়-

i. লিখিত উপাদান  

ii. অলিখিত উপাদান

iii. প্রত্নতাত্ত্বিক উপাদান

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৫. ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?

ক. আফ্রিকান       খ. মিশরীয়

গ. জাপানিজ        ঘ. স্পেনীয়

৬. ইতিহাসের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুইভাগে          খ. তিনভাগে

গ. চারভাগে          ঘ. পাঁচভাগে

৭. মানুষকে সচেতন করে তোলে কীসের জ্ঞান?

ক. সাধারণ জ্ঞান     খ. ধর্মের জ্ঞান

গ. ইতিহাসের জ্ঞান   ঘ. পুষ্টি জ্ঞান

৮. অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?

ক. ইতিহাস পাঠ    খ. উপন্যাস পাঠ

গ. পত্রিকা পাঠ      ঘ. বিজ্ঞান পাঠ

৯. গৌররাজ শশাংকের রাজধানী ছিল কোনটি?

ক. কর্ণসুবর্ণ        খ. চন্দ্রদ্বীপ

গ. পুন্ড্রনগর         ঘ. বিক্রমপুর

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ১১নং প্রশ্নের উত্তর দাও

কোদালপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারি হলে পরদিন পত্রিকায় প্রকাশিত হলো সাবেক চেয়ারম্যানের লোকজন বর্তমান চেয়ারম্যানের লোকজনকে বেদম পিটিয়েছে। অন্য একটি পত্রিকায় প্রকাশিত হলো বর্তমান চেয়ারম্যানের লোকজন সাবেক চেয়ারম্যানের লোকজনদের ভীষণভাবে আঘাত করেছে।

১০. উদ্দীপকের ঘটনাটির ইতিহাস লিখতে হলে কোন বিষয়টি উপেক্ষা করতে হবে?

ক. ভৌগলিক অবস্থান

খ. একত্রিত ঘটনা

গ. খ্রিস্টপূর্ব ঘটনা

ঘ. আবেগ

১১. উদ্দীপকের দুটি পত্রিকায় দুই ধরনের তথ্য প্রকাশ ইতিহাসের যেসব বৈশিষ্ট্যের অন্তরায় তা হলো-

i. নিরপেক্ষতা

ii. সুষ্ঠু পর্যবেক্ষণ ক্ষমতা

iii. নিষ্ঠাবান দৃষ্টিভঙ্গি

নিচের কোনটি সঠিক?

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১২. বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করলে জানা যাবে-                                                                                                 

i. সামাজিক ইতিহাস

ii. অর্থনৈতিক ইতিহাস

iii. সাংস্কৃতিক ইতিহাস

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৩. সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন?

ক. ব্যাপসন         খ. হেরোডোটাস

গ. টয়েনবি          ঘ. জনসন

১৪. লামা তারনাথ কোন দেশের লেখক?

ক. চাইনিজ          খ. জাপানিজ

গ. ভারতীয়          ঘ. তিব্বতীয়

১৫. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

ক. ধর্মপাল          খ. দেবপাল

গ. গোপাল           ঘ. নেপাল

১৬. ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন-

i. ইতিহাসের ইতিবৃত্ত জানা

ii. ইতিহাসের উপাদান জানা

iii. ইতিহাসের প্রকার ভেদ জানা

নিচের কোনটি সঠিক?

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৭. অতীতের ঘটনাসমুহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কোনটি ?

ক. সংস্কৃতি         খ. বিজ্ঞান

গ. ইতিহাস          ঘ. সাহিত্য

১৮. সঠিক হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?

ক. ঘটনার সঠিক মূল্যায়ন           

খ. ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন                                                                                   

গ. ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন    

ঘ. ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন

১৯. ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন?

ক. ব্যাপক           খ. ক্ষুদ্র 

গ. সীমিত            ঘ. বিস্তীর্ণ                                                    

২০. মানবসভ্যতার অগ্রতির সাথে সাথে কি লেখা হচ্ছে-

ক. অর্থনীতি          খ. অর্থনীতি 

গ. সমাজবিজ্ঞান       ঘ. ইতিহাস

২১. ইতিহাস কোন ধরনের?

ক. স্থির           খ. প্রবাহমান

গ. ঘটমান        ঘ. অপরিবর্তনীয়

২২. ইতিহাসে ঠাঁই নেই-

i. আবেগের

ii. আগ্রহের

iii. অতিকথনের

নিচের কোনটি সঠিক?

ক. i                খ. i ও ii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৩. মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ কী?

ক. ইতিহাস         খ. উপন্যাস

গ. হিসাব বিজ্ঞান    ঘ. বিজ্ঞান

২৪. জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?

ক. ইতিহাস পাঠ   খ. অর্থনীতি পাঠ

গ. সাহিত্য পাঠ    ঘ. সমাজকর্ম পাঠ

২৫. সমাজ ও রাষ্ট্রে বয়ে যাওয়া ঘটনাপ্রবাহকে কী বলে ?

ক. ইতিহাস   খ. ইতিহাসের উপাদান

গ. সাহিত্য     ঘ. দর্শন

২৬. কোন সময় থেকে ইতিহাস রচনা শুরু হয়?

ক. খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী 

খ. খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী 

গ. খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দী 

ঘ. খ্রিস্টপূর্ব ২৫০০ শতাব্দী

২৭. ইতিহাস রচনার উপাদান হলো-

ক. লিখিত   খ. অলিখিত

গ. জনশ্রুতি  ঘ. লিখিত ও অলিখিত উভয়ই

২৮. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?

ক. রাজা-বাদশার কাহিনি

খ. যুদ্ধ বিগ্রহের কাহিনি

গ. মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা

ঘ. গল্প-ও রূপকথা

২৯. ‘প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস- উক্তিটি কোন ঐতিহাসিকের?

ক. লিওপোল্ড ফন্ র‌্যাংকে    খ. হেরোডোটাস      

গ. ড. জনসন            ঘ. র‌্যাপসন

৩০. একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?

ক. ইতিহাস কাহিনীনির্ভর বলে             

খ. মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে

গ. ভিন্ন মানুষ ভিন্ন দেশের নাগরিক বলে  

ঘ. ইতিহাস উপাদান নির্মত বলে।

 

উত্তরমালা : ১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮, ১৯. ক, ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ     

সর্বশেষ খবর