বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘পিপল অব মেনি রিভার্স : টেলস ফ্রম দ্য রিভার ব্যাংকস’ প্রকাশিত

সাংস্কৃতিক প্রতিবেদক

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হলো ‘পিপল অব মেনি রিভার্স : টেলস ফ্রম দ্য রিভার ব্যাংকস’ শীর্ষক গ্রন্থ। নদী ও নদীর তীরবর্তী মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণার অংশ হিসেবে প্রকাশ হয়েছে বইটি। পদ্মা ও তিস্তা তীরবর্তী জনপদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে এতে। অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে গতকাল রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উšে§াচন করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিয়ন মার্গারেথ কাউলানেয়ার, ভারতের জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর নর্থ ইস্ট স্টাডিজের প্রধান ড. সঞ্জয় হাজারিকা। আলোচক ছিলেন বইটির সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

নদীর তীরবর্তী মানুষের হয়ে কথা বলেন পদ্মা পাড়ের মো. তাহসেন আলী ও তিস্তা পাড়ের রোজেহা বেগম। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন আয়োজক সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

সর্বশেষ খবর