মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুরু হচ্ছে ঢাকা ফোক উৎসব

শোবিজ প্রতিবেদক

শুরু হচ্ছে ঢাকা ফোক উৎসব

১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের শিল্পীরা। এ দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি দেশের বাইরের লোকগানের তারকা শিল্পীরাও এ উৎসবের অংশ হতে যাচ্ছেন। তিন দিনের ওই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান। উৎসবে তারা তুলে ধরবেন নিজ নিজ দেশের লোকসংগীতের ধারা। শিকড়ের গান শোনাতে আর্মি স্টেডিয়ামের মঞ্চে উঠবেন ভারতের লোকসংগীত সাধক পবন দাস বাউল, ফোক ব্যান্ড দল ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, পাপন, পার্বতী বাউল, পাকিস্তানের কণ্ঠশিল্পী আবিদা পারভিন ও সাঁই জহুর, চীনের ইউনান আর্ট টরুপ ও বাংলাদেশের লোকগানের খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন, কাঙ্গালিনী সুফিয়া, বারী সিদ্দিকী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, মমতাজ, আজগর আলীম, জহির আলীম, নুরজাহান আলীম, বাউল শফি মণ্ডল, নাশিদ কামাল, ইসলাম উদ্দিন কিস্সাকার, অর্ণব, আনুশেহ, লাবিক কামাল গৌরব প্রমুখ। ইতিমধ্যে অনলাইন ও মুঠোফোনে উৎসবের নিবন্ধন শুরু হয়েছে। বিনামূল্যে এই লোকসংগীত উৎসব উপভোগ করতে আগ্রহীরা অনলাইনে www.dhakafolkfest.com-এই ঠিকানায় অথবা DIIF লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে নিবন্ধন করতে পারবেন। অনুষ্ঠান চলবে ১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর