বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আটকে যাচ্ছে ‘ব্ল্যাক’

শোবিজ প্রতিবেদক

আটকে যাচ্ছে ‘ব্ল্যাক’

আটকে যাচ্ছে ‘ব্ল্যাক’। যৌথ প্রযোজনার নামে নির্মিত ‘ব্ল্যাক’ ছবিটি সেন্সরসূচিভুক্ত করেনি সেন্সরবোর্ড। কলকাতা ও ঢাকার যৌথ আয়োজনের নামে  ছবিটি নির্মিত হয়। কিন্তু যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠে এই ছবির বিরুদ্ধে। এ বিষয়ে ১১ নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শোবিজ বিভাগে ‘যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হলে তা তথ্য মন্ত্রণালয়ের নজরে আসে। ১৫ নভেম্বর ‘ব্ল্যাক’ ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়লে তথ্য মন্ত্রণালয় ছবিটি সেন্সর সূচিভুক্ত করা থেকে  বিরত থাকতে বলে সেন্সর বোর্ডকে। সেন্সর বোর্ড সচিব মুন্সী জালালউদ্দীন বলেন, মন্ত্রণালয় থেকে এটি আপাতত সেন্সর সুচিভুক্ত না করতে বলা হয়েছে। বোর্ডকে জানানো হয় যেহেতু পত্রিকায় ছবিটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাই বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত এটির সেন্সরশো করা যাবে না। ছবিটির কলকাতার পরিচালক রাজা চন্দ আর স্থানীয় নির্মাতা কামাল কিবরিয়া লিপু। অথচ কলকাতার নির্মাতার টিজারে নেই লিপুর নাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর