শিরোনাম
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবারও মঞ্চে ‘কুঞ্জুস’

শোবিজ প্রতিবেদক

আবারও মঞ্চে ‘কুঞ্জুস’

কুঞ্জুস নাটকের একটি দৃশ্য

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নির্মল বিনোদনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ক্লাব প্রতি বছর বার্ষিক নাট্যানুষ্ঠানের আয়োজন করে থাকে। এই নাট্যানুষ্ঠানে মঞ্চ সফল কোনো একটি নাটক মঞ্চায়িত হয় যেখানে বাংকের কর্মকর্তা-কর্মচারীররা অভিনয় করে থাকেন। ইতিপূর্বে  ইবলিশ, না বালক, ভদ্দনোক, নদীর তীরে বাউল এর মতো নাটকগুলো অভিনীত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত বছর মঞ্চস্থ হয়েছিল মানুষ এবং এ বছরের জন্য নির্ধারিত হয়েছে বাংলাদেশের সর্বাধিক প্রদর্শিত নাটক কুঞ্জুস। ফরাসি নাট্যকার মলিয়ার রচিত ও তারেক আনাম খান অনূদিত নাটকটির নির্দেশনা দিচ্ছেন ছোট পর্দার অভিনেতা টুটুল চৌধুরী। টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চত্বরে সদ্য নির্মিত ‘শহীদ স্মৃতিস্তম্ভ’-এর পাদদেশে আগামী ৬ ও ৭ জানুয়ারি দুই দিনব্যাপী এবারের বার্ষিক নাটক মঞ্চস্থ হবে।

সর্বশেষ খবর