রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খোকনের জন্য প্রার্থনা

শোবিজ প্রতিবেদক

খোকনের জন্য প্রার্থনা

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। তাকে আইভি সাপোর্টে রাখা হয়েছে। ২০১৪ সালে মোটর নিউরো ডিজিজে আক্রান্ত হয়ে এত দিন অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন এই গুণী নির্মাতা। বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই দিন দুপুরেই তাকে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল খোকনের সহধর্মিণী জয় ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা লাইফ সাপোর্টে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি তাকে আর কষ্ট দিতে চাই না। তাই আমার অনুরোধে চিকিৎসক তাকে লাইফের বদলে আইভি সাপোর্টে রাখেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। প্রথমে ভেবেছিলাম হয়তো অ্যাজমা বেড়ে গেছে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নিয়ে যাই। এখানে মোটর নিউরো ডিজিজ বৃদ্ধির সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়ে। এখন তিনি নিওরোলজিস্ট ডা. রাশেদুল হক রিমন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিটু এবং মেডিসিনের ডা. মারুফ বিন হাবিবের তত্ত্বাবধানে আছেন। তিনি বলেন, তাকে আরও দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর অবস্থা অনুযায়ী অন্য ব্যবস্থা নেওয়া হবে। জয় ইসলাম বলেন, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিতে চেয়েছিলাম। কিন্তু অবস্থা সংকটজনক বিধায় মুভ করানো সম্ভব নয়। ২০১৪ সালে খোকন অসুস্থ হয়ে পড়লে যুক্তরাষ্ট্রের রেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মোটর নিউরো ডিজিজ রোগ ধরা পড়ে এবং চিকিৎসক জানান এই রোগের কোনো চিকিৎসা নেই। দেশে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। মুখে খাবার গ্রহণ করতে না পারায় পেট ফুটো করে পাইপের মাধ্যমে তাকে খাদ্য দেওয়া হচ্ছিল। বাকশক্তিও হারিয়ে ফেলেন তিনি। জয় ইসলাম স্বামীর জন্য সবার দোয়া চেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর