রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হাসিবুল হকের ‘অন্য আমি’

শোবিজ প্রতিবেদক

হাসিবুল হকের ‘অন্য আমি’

পেশায় তিনি বিচারক— ঢাকার সিএমএম আদালতের বিচারক। কিন্তু হৃদয়ে তিনি শিল্পী। গান করেন। বলা হচ্ছে হাসিবুল হকের কথা। সম্প্রতি সংগীতার ব্যানারে ‘অন্য আমি’ শিরোনামে অ্যালবাম প্রকাশ হয়েছে তার। নিজের কথা ও সুরে গেয়েছেন ৭টি গান। এর মধ্যে ৫টি একক। আর দুটি গান দ্বৈতভাবে গেয়েছেন সামিনা চৌধুরী ও ন্যান্সির সঙ্গে। গানগুলোতে স্মৃতিকাতর মনের বহিঃপ্রকাশ ঘটেছে অত্যন্ত স্পষ্টভাবে। কবে ও কীভাবে সংগীতে হাতেখড়ি। জবাবে হাসিবুল বলেন, ‘পারিবারিকভাবেই গানের একটা আবহ পেয়েছি। ছোটবেলা থেকেই গানের সঙ্গে প্রেম ছিল। নিজের পড়ালেখা-চাকরি সব মিলিয়ে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল মন।’

নিজের গান লেখা, সুর করা ও   শ্রোতাদের সামনে হাজির করতে পারায় তিনি কতটা তৃপ্ত— এ প্রশ্নে বলেন, ‘এটি আমার প্রথম অ্যালবাম। মাত্র শুরু। তা ছাড়া শিল্পীর মনে অতৃপ্তি থাকে বলেই শিল্পী প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে নিরন্তর। আমার বেলায়ও একই সত্য প্রযোজ্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর