রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শুরু হলো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

শোবিজ প্রতিবেদক

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। শুক্রবার শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় একাডেমির নন্দন মঞ্চে থাকবে সব জেলা শিল্পকলা একাডেমির শিশু দল ও বড়দের পরিবেশনায় সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত, আবৃত্তি, অভিনয় ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা। থাকবে একাডেমির পরিবেশনাও।

সর্বশেষ খবর