রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’

শুরু হলো শিশু চলচ্চিত্র উত্সব

সাংস্কৃতিক প্রতিবেদক

চিলড্রেনস ফিল্ম সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব-২০১৬। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ শীর্ষক এ উত্সবে বাংলাদেশসহ ৩০টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।  ঢাকার সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনের পাশাপাশি উত্সবের ছবিগুলো একযোগে ঢাকা, রাজশাহী ও সিলেটের মোট ১৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে। বাদ্যযন্ত্রের তালে তালে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বিকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। সন্ধ্যায় প্রদর্শিত হয় জার্মান চলচ্চিত্র ‘মাই ফ্রেন্ড রাফি’। ২৯ জানুয়ারি শেষ হবে সাত দিনের এ উত্সব। ঢালী আল মামুনের প্রদর্শনী : বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী ঢালী আল মামুনের ‘টাইম, কো-ইন্সিডেন্স এন্ড হিস্টরি’ শীর্ষক প্রদর্শনী। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধনীতে বত্তৃতা করেন শিল্পী ঢালী আল মামুন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান লুভা নাহিদ চৌধুরী এবং উপ-পরিচালক সাদিয়া রহমান। স্থাপনা শিল্পকর্ম ছাড়াও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ড্রইং, ভাস্কর্য ও চলমান চিত্রকল্প।  ১৯ মার্চ শেষ হবে ১২টি শিল্পকর্ম দিয়ে সাজানো এ প্রদর্শনী।

শেরপুরে ‘ভালোবাসা কাড়ানাড়ে’ : শেরপুরে স্থানীয় ক্যান্সার আক্রান্ত যন্ত্রসংগীত শিল্পী রোমানের সাহায্যার্থে দর্পণ নাট্যগোষ্ঠীর আয়োজনে টেলিফিল্ম ‘ভালোবাসা কাড়ানাড়ে’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের নৃত্য কক্ষে এ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তমাল বোস। শেষে কেক কেটে এবং টেলিফিল্মটির একটি গান বাজিয়ে শুভ মহরত ঘোষণা করা হয়। উল্লেখ্য, টেলিফিল্মটির প্রিমিয়ার শো থেকে প্রাপ্ত আয়ের টাকা শিল্পী রোমানের চিকিত্সার জন্য ব্যয় করা হবে।

সর্বশেষ খবর