রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রতিবাদী পরীমণি

শোবিজ প্রতিবেদক

প্রতিবাদী পরীমণি

‘এতদিন শুনে এসেছি এটি নাকি ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক। কিন্তু আমার সংবাদটি যেভাবে পরিবেশন করেছে তা মোটেও উচিত হয়নি। আনন্দবাজারের কাছে এটা আশা করিনি।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের প্রতি নিজের ক্ষোভ এমনভাবেই প্রকাশ করলেন অভিনেত্রী পরীমণি।

শুক্রবার আনন্দবাজার তাদের অনলাইন সংস্করণে পরীমণির সাক্ষাৎকার প্রকাশ করে। শিরোনাম ছিল— ‘অনস্ক্রিন আমি চুমুও খাব, বিকিনিও পরব’। সাক্ষাৎকারের ভিতরে বেশ কয়েকটি অংশে বাংলাদেশের দর্শক ও ভক্তদের কিছুটা খোঁচা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পরীমণি। তিনি বলেন, ‘বলেছিলাম কোথাও দ্বিধা থাকলে আবার প্রশ্ন করতে পারেন। প্রিয় পোশাকের কথা জানতে চাইলে বলেছিলাম, আমি বাঙালি মেয়ে। ছোটবেলা থেকে শাড়িই ভালো লাগে। তবে শুটিংয়ে নানা ধরনের পোশাক পরতে হয়। কিন্তু ছাপানোর সময় অনেক প্রয়োজনীয় কথা বাদ দিয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করে  ভক্তদের বিভ্রান্ত করা হয়েছে।’  

এর আগেও জয়া আহসান, নুসরাত ফারিয়ার মতো অনেকের সংবাদ পরিবেশন নিয়ে বিভ্রান্তি হয়েছে বলে শোনা যায়। এ প্রসঙ্গে পরী বলেন, ‘দেখুন, তারা তো এর প্রতিবাদ করেছে বলে জানা নেই। কিন্তু আমি একটু পাগলাটে ধরনের। তাই প্রতিবাদ করেছি। এমনকি বেশ কয়েকবার ফোনেও যোগাযোগ করার চেষ্টা করেছি। না পেয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি। এ ছাড়া এ দেশের সাংবাদিকদের জানিয়েছি আমার অবস্থান।’  

পরী আরও বলেন, ‘যেটা শিরোনাম করা হয়েছে সেটা ছিল ‘যদি’র ওপর ভিত্তি করে। বলেছিলাম আমি অভিনয়শিল্পী। চরিত্রের প্রয়োজনে যদি খুনি, পুলিশ, ডাক্তার, গোয়েন্দা এবং যদি বিকিনি পরার প্রয়োজন হয় আমি পরতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর