অকাল প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন ছিল ৬ ডিসেম্বর। এ উপলক্ষে চলচ্চিত্র উৎসব হয়ে থাকে। তবে এবারের আয়োজন শুরু হচ্ছে বিলম্বে। এতে থাকছে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ জানান, আগামী ১২ ও ১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় তারেক মাসুদ উৎসব’। মুভিয়ানা ফিল্ম সোসাইটির সহযোগিতায় উৎসবের প্রথম দিন থাকছে তারেক মাসুদ স্মারক বক্তৃতা।
এবারের বক্তৃতার শিরোনাম ‘হলিউডের প্রাচ্যদর্শন’। এখানে ব্যাখ্যা করা হবে হলিউড প্রাচ্যকে কীভাবে দেখে, পাশ্চাত্য কীভাবে স্টেরিওটাইপ ধারণার মধ্য দিয়ে প্রাচ্যের চলচ্চিত্রকে বিশ্লেষণ করে।