বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হার না মানা নাইরুজ

শোবিজ প্রতিবেদক

হার না মানা নাইরুজ

‘অভিনয় করতে গিয়ে নিজেকে অনেক কন্ট্রোলে এনেছি। সেখানে কম কথা বললেও বাস্তবে একটু বেশিই কথা বলি। পছন্দ করি আড্ডা দিতে, যা মন্দিরা চরিত্রের সম্পূর্ণ বিপরীত’— এমনটাই জানালেন ‘অপরাজিতা’ নাটকের মন্দিরা চরিত্র রূপদানকারী নাইরুজ সিফাত। ওপার বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবির উপন্যাস ‘বালুচারী’ অবলম্বনে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক অপরাজিতা। হার না মানা এক নারীর গল্প এটি। আর এই অপরাজিতা নারী নাইরুজ। তিনি বলেন, ‘গোটা কাজটাই আমরা খুব এনজয় করছি। সবচেয়ে বড় কথা, ‘মন্দিরা’ চরিত্রটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। অভিনয়ের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করছি এখানে।’ আগামীতে বড় পর্দায় কাজ করার ইচ্ছা রয়েছে নাইরুজের। তবে গতানুগতিক নয়, একটু ব্যতিক্রমী চরিত্রে। তার ভাষায় টি-টোয়েন্টি নয়, অভিনয়ে খেলতে চান টেস্ট ইনিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর