শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
স্বাধীনতা পদক

সর্বোচ্চ স্বীকৃতির আনন্দ

শোবিজ প্রতিবেদক

সর্বোচ্চ স্বীকৃতির আনন্দ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন বিনোদন অঙ্গনের দুই গুণী শিল্পী। তারা হচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১৪ জন কৃতীমান এ পদক পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এবারের স্বাধীনতা পদকের ১৪ ব্যক্তির নাম ঘোষণা করে। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতার স্বপক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখায় সৈয়দ হাসান ইমামকে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে রবীন্দ্র সংগীতশিল্পী, গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকেও এবার এ সম্মাননা দেওয়া হচ্ছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ পদক শিল্পীদের হাতে তুলে দেবেন।

এদিকে সর্বোচ্চ সম্মান পাওয়ার খবরে দুজনই আনন্দিত। একই সঙ্গে তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর