শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

চলে গেলেন মিহির নন্দী

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন মিহির নন্দী

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান সংগীতজ্ঞ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মিহির নন্দী। চট্টগ্রামের সংগীতশিল্পী চৈতী মুৎসুদ্দী জানান, তিনি এর আগে প্রায় দুই সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন।’ ওস্তাদ মিহির নন্দী ছিলেন দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী এবং শিক্ষক। বিশুদ্ধ সংগীত চর্চার পাশাপাশি তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক, বাংলাদেশ বেতার, টেলিভিশনের বিশেষ শ্রেণির শিল্পী, সুরকার এবং বিচারকমণ্ডলীর সদস্য। দীর্ঘ সংগীত ও শিক্ষক জীবনে তার হাত দিয়ে তৈরি হয়েছে অসংখ্য শিল্পী। বর্তমানে চট্টগ্রামে যারা সংগীতচর্চা করেন তাদের অধিকাংশই ওস্তাদ মিহির নন্দীর শিষ্য। সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৬ সালে ওস্তাদ মিহির নন্দীকে রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত করে। চট্টগ্রামকে ভালোবেসে জীবনের পুরোটা সময় চট্টগ্রামে কাটিয়ে দেওয়া ওস্তাদ মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর