শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

সেরাকণ্ঠের বিচারক মিতালী মুখার্জি

শোবিজ প্রতিবেদক

সেরাকণ্ঠের বিচারক মিতালী মুখার্জি

‘ক্ষুদে গান রাজ’-এর অতিথি বিচারক হিসেবে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী মিতালী মুখার্জি। আর এবার রয়ে গেলেন সেরাকণ্ঠের বিচারক হয়ে। ক্ষুদে গানরাজ-এর ফাইনাল অনুষ্ঠান চলাকালীন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চলতি মাস থেকেই শুরু হওয়া ‘ফিজআপ সেরাকণ্ঠ’র প্রধান চারজন বিচারকের নাম ঘোষণা করেন। সেই চারজন হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও মিতালী মুখার্জি। প্রথমবারের মতো সেরাকণ্ঠের প্রধান একজন বিচারক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে অনেক বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত মিতালী মুখার্জি। মিতালী মুখার্জি বলেন, ‘আমি সেরা কণ্ঠের প্রধান একজন বিচারক হতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের। ক্ষুদে গান রাজ’র বিচারকার্য’র সময় দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা কত চমৎকার গাইছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিচারক হিসেবে আমার নাম ঘোষিত হওয়ায় সত্যিই আমার খুবই ভালো লাগছে। এখানকার সবার ভালোবাসায় আমি মুগ্ধ, ভাষাহীন।’

সর্বশেষ খবর