শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

মধ্যবর্তিনী

শোবিজ প্রতিবেদক

মধ্যবর্তিনী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় ৮ মে, রাত ৮:৪৫টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে বিশেষ নাটক ‘মধ্যবর্তিনী’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা বি ইউ শুভ।

মধ্যবর্তিনী রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য ছোট গল্পগুলোর অন্যতম। এর প্রধান চরিত্র তিনটি। নিবারণ, হরসুন্দরী ও শৈলবালা। তাদের বয়স, জীবন দর্শন, উপলব্ধি প্রকাশের ভিন্নতা পৃথক করেছে প্রত্যেককে। তাই এক এক দৃষ্টিকোণ থেকে চরিত্রগুলোর যেমন বিচিত্রতা খুঁজে পাওয়া যায় তেমনি তারা হয়ে ওঠে সমকালীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর