মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

বীথি পান্ডের ‘যখন এসেছিলে’

শোবিজ প্রতিবেদক

বীথি পান্ডের ‘যখন এসেছিলে’

এবারের রবীন্দ্র জয়ন্তীতে বাজারে এসেছে কণ্ঠশিল্পী বীথি পান্ডের একক অ্যালবাম ‘যখন এসেছিলে’। অ্যালবামটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতি পর্যায়ের নয়টি অসাধারণ গান দিয়ে। সুব্রত মুখোপাধ্যায়ের সংগীতায়োজনে অ্যালবামের গানগুলো হচ্ছে তুমি কোন কাননের ফুল, সখি ভাবনা কাহারে বলে, আমার রাত পোহালো, ও যে মানে না মানা, যখন এসেছিলে, যদি তোরে নাহি চিনি গো, তোমায় গান শুনাবো, ঘরেতে ভোমর এলো গুনগুনিয়ে, ওগো আমার চির অচেনা। অ্যালবামটি বাজারে আসছে জি-সিরিজের ব্যানারে। কলকাতার ধ্বনি রেকর্ডিং স্টুডিওতে ধারণকৃত অ্যালবামে বিখ্যাত অনেকেই বাজিয়েছেন। নতুন অ্যালবাম প্রসঙ্গে বীথি পান্ডে বলেন, ‘পারিবারিক  অনুপ্রেরণায় ৫ বছর বয়সে আমি সংগীত চর্চা শুরু করি। হাতে খড়ি মরহুম বদরুল হুদার কাছে। তারপর আরও অনেকের কাছে শ্রাস্ত্রীয় সংগীতের তালিম নিই। ওস্তাদ সুনীল ধর ও অসীত দে’র কাছে শ্রাস্ত্রীর সংগীত শিখি। মরহুম ওয়াহিদুল হক স্যারের কাছে কবিগুরুর গানের অনুপ্রেরণা পাই। সেই ধারবাহিকতায় এই অ্যালবাম। উল্লেখ্য, ২০১৩ সালে শিল্পীর প্রথম একক রবীন্দ্রসংগীত অ্যালবাম ‘হৃদয় নন্দন বনে’ লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর