রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

শোবিজ প্রতিবেদক

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

দিন দিন শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘ওরে নীল দরিয়া’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘তুমি কি দেখেছো কভু’সহ অসংখ্য জনপ্রিয় গানের কিংবদন্তি গায়ক আবদুল জব্বারের। তিনি গত তিন মাস ধরে অসুস্থ। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২০ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তার দুটি কিডনিই নষ্টসহ বার্ধক্যজনিত আরও অনেক সমস্যায় ভুগছেন এই কণ্ঠসৈনিক। এ প্রসঙ্গে আবদুল জব্বারের ছোট ছেলে বাবু বলেন, ‘গত দুই দিন ধরেই বাবার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই।’ বাবু জব্বার আরও বলেন, ‘প্রতিদিন ইনজেকশন দিতে হচ্ছে। অনেক টাকা যাচ্ছে। হাতের সবই প্রায় শেষ। এত টাকা কোথায় পাব? প্রধানমন্ত্রী দুই বছর আগে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী নাসিম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর হাসপাতালে দেখতে এসেছিলেন। তারা উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিলেও আমরা কোনো সাহায্য পাইনি। আমরা নিজেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেষ্টা করছি। পারছি না।’ উল্লেখ্য, দেশ স্বাধীনের জন্য আবদুল জব্বার তার কণ্ঠে বিভিন্ন গান গেয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন। কিন্তু শেষ জীবনে এসে তার পাশে তেমন কাউকে পাচ্ছেন না বলে জানান তার ছোট ছেলে বাবু জব্বার। অনুরোধ জানিয়ে তিনি বলেন, তার বাবাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।

সর্বশেষ খবর