রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘কন্যা রে’-এর পর শান

শোবিজ প্রতিবেদক

‘কন্যা রে’-এর পর শান

মাস তিনেক আগে ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় কণ্ঠশিল্পী শান-এর ‘কন্যা রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন এম আর খান। রোকন ইমনের সংগীত পরিচালনায় গানটির ভিডিও ইউটিউবে এরই মধ্যে ৫০ লাখ ছুঁই ছুঁই করছে। গানটিতে শানের সঙ্গে মডেল ছিলেন সুস্মিতা। কথা কথায় শান জানালেন এই ভিডিওটি এখন ধ্রুব মিউজিক স্টেশনের সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিও। স্বভাবতই নিজের সাফল্যে উচ্ছ্বসিত শান। তবে সামনে তিনি হাজির হচ্ছেন কুমার বিশ্বজিতের গান নিয়ে। জাহাঙ্গীর রানার কথায় গানের সুর ও সংগীত শানের। জাহাঙ্গীর রানা ও শান জুটির সর্বশেষ কাজ ছিল ক্লোজআপ ওয়ান খ্যাত নিশিতা বড়ুয়ার কণ্ঠে ‘হিয়ার মাঝারে।’ অন্যদিকে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি সিনেমায়ও শানের গানটি জনপ্রিয়তা পেয়েছে। ফলে সাফল্য উপভোগের পাশাপাশি নতুন আরও কয়েকটি প্রজেক্টে হাত দিচ্ছেন শান। জানালেন ‘আমি কখনই তাড়াহুড়ো করতে চাইনি। গানটাকে ভালোবাসি। তাই নেশা থেকে পেশায় রূপান্তরের জন্য সব সময় চেষ্টা চালাই। আগামীতে বেশ ভালো কিছু কাজ আসবে বলে আশা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর