রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঈদে ৬ উত্তরসূরির গান

শোবিজ প্রতিবেদক

ঈদে ৬ উত্তরসূরির গান

বাংলাদেশ টেলিভিশনের ঈদুল আজহার বিশেষ পরিবর্তনের জন্য একসঙ্গে ১টি গান গাইলেন সংগীতাঙ্গনের ৬ জন উত্তরসূরি। বাংলাদেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন, আলাউদ্দিন আলী, বশির আহমেদ, আবদুল আলীম, প্রবাল চৌধুরী এবং ইয়াকুব আলী খানের সন্তান যথাক্রমে— বাঁধন, আলীফ আলাউদ্দিন, হুমায়রা বশির, নূরজাহান আলীম, রঞ্জন চৌধুরী এবং ইউসুফ আহমেদ খানের গাওয়া এই গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ইতিমধ্যে বিটিভির মিলনায়তনে দর্শক উপস্থিতিতে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তন প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর