সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রশংসিত ‘সোনাবন্ধু’

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত ‘সোনাবন্ধু’

একদিকে পপি আর পরিমণির মতো গ্লামারস নায়িকা, অন্যদিকে দক্ষ অভিনেতা ডি এ তায়েব, সর্বোপরি গ্রামবাংলার মাটির গন্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সোনাবন্ধু’ ছবিটি। ঈদে ছবিটি মুক্তি পেয়ে ইতিমধ্যে শুধু সাধারণ দর্শক নয়, বোদ্ধা শ্রেণিরও মন কেড়েছে এটি। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহাফুজুর রহমান ছবিটির ভূয়সী প্রশংসা করে বলেন, এমন একটি অসাধারণ ছবি যদি জাতীয় পুরস্কার না পায় তাহলে ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখ পাব। অভিনেতা ফারুক বলেন, সোনাবন্ধুর সঙ্গে তুলনা হয় আমার সুজন সখী ছবিটির। এ ধরনের ছবি চলচ্চিত্রে আমূল পরিবর্তন আনতে পারে। এ ছবিটির প্রশংসা এখন বাংলার মানুষের মুখে মুখে ফিরছে। তাই খুব আনন্দ হচ্ছে। চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ছবিটির গল্পে নতুনত্ব আছে। তাই ইতিমধ্যে ঈদের সেরা ছবির তকমা পেয়ে গেছে সোনাবন্ধু। ভাবতে ভালো লাগছে। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ছবিটি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এমন ছবি নির্মাণ হলে চলচ্চিত্রের সুদিন ফিরে আসতে বাধ্য। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ বলেন, দেশে এ ধরনের ছবির সংখ্যা খুব কম। আমি নিশ্চিতভাবে বলতে পারি, সোনাবন্ধুর মতো ছবি আমাদের চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনতে পারে। প্রদর্শক সমিতির সাবেক সভাপতি কাজী ফিরোজ রশিদ বলেন, ‘ছবিটি আমাকে বাড়তি আনন্দ দিয়েছে। সোনাবন্ধু দীর্ঘদিন দর্শক হৃদয়ে বেঁচে থাকবে।’ ঈদে ৪০টি সিনেমাহলে মুক্তি পাওয়া সোনাবন্ধু দর্শকপ্রিয়তার কারণে দ্বিতীয় সপ্তাহে এসে নতুন করে আরও ৩৪টি হলে মুক্তি পেয়েছে। পুজোয় এটি ১০০টি হলে মুক্তি পাবে, এমনটি জানালেন ছবির নির্মাতা জাহাঙ্গীর আলম সুমন। ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন মাহাবুব শাহরীন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর