শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাদম্বরীরূপে নাদিয়া

পান্থ আফজাল

কাদম্বরীরূপে নাদিয়া

অভিনয় আর নৃত্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। তারই ধারাবাহিকতায় আজ নবমীর রাতে বনানী পূজামণ্ডপের বিশাল এক আয়োজনে তার দেখা মিলল রবীন্দ্রনাথের প্রাণের সখা কাদম্বরীরূপে। রাবীন্দ্রিক সাজে কাদম্বরীর বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত সময়কার কাহিনীচিত্র নাদিয়া ফুটিয়ে তুলেছেন তার নৃত্যনৈপুণ্যে। নাদিয়া বলেন, ‘আজ আমি রবীন্দ্রনাথের বৌদি ও প্রাণের সখা কাদম্বরীর চরিত্রে এই গীতিনাট্যে পারফর্ম করছি। ৩৫ মিনিট এই গীতিনাট্যের ব্যাপ্তি। এত বড় আয়োজনে পারফর্ম করা সত্যিই ভাগ্যের ব্যাপার। কাদম্বরী ছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথের সহধর্মিণী। ঠাকুরবাড়ির অনেকেই তখন আশ্রিত থাকত। কাদম্বরী ছিলেন আশ্রিত বাবার কন্যা। কাদম্বরী রবীন্দ্রনাথ থেকে দুই বছরের বড় ছিল। কিন্তু ঠাকুরবাড়িতে আশ্রিত বাবার কন্যা কাদম্বরী রবীন্দ্রনাথের খুব কাছাকাছি চলে আসে এক সময়। রবীন্দ্রনাথের প্রথমদিকের গানের প্রেরণার উৎস ছিল কাদম্বরী। তার সঙ্গে রবীন্দ্রনাথের ছিল অনেক মধুর ঘটনা। তার সবকিছু তুলে ধরা হয়েছে আমার পরিবেশিত এই গীতিনাট্যে। আমি এই সুন্দর বিষয় নিয়ে পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত।’ নবমীর এই রাতে নাদিয়া পরিবেশিত এই গীতিনাট্য চলবে প্রায় ৩৫ মিনিট। শুরু হবে রাত ৮.৩০ মিনিট থেকে। বিশ্বরং-এর সার্বিক তত্ত্বাবধানে এই গীতিনাট্যের  কোরিওগ্রাফি করেছেন লিখন রায় ও ইভান শাহরিয়ার সোহাগ। কাদম্বরী নাদিয়ার সঙ্গে নৃত্য পরিবেশনায় থাকবে রবীন্দ্রনাথরূপে রাব্বী আর রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথ হিসেবে লিখন রায়। কাদম্বরীর বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ২-৩ রকম সাজে দেখা যাবে নাদিয়াকে। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর