শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিজয়ের মাসে সার্ক নৃত্য উৎসব ও ব্যান্ড ফেস্ট

বিজয়ের মাসে সার্ক নৃত্য উৎসব ও ব্যান্ড ফেস্ট

বিজয়ের মাসে উৎসবে-উৎসবে প্রাণোচ্ছল বাংলাদেশ। নব আয়োজন আর শীতের হালকা ঠাণ্ডা পরশের সঙ্গে বিভিন্ন উৎসব আনন্দে ঋদ্ধ হওয়ার সময় এই হেমন্ত। ডিসেম্বরের শুরুতে রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হয়েছে সার্কভুক্ত ৫টি দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য উৎসব। অন্যদিকে চ্যানেল আই আয়োজন করেছে চতুর্থবারের মতো দিনব্যাপী ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট-২০১৭’। দুটি উৎসব নিয়ে লিখেছেন— পান্থ আফজাল

 

গতকাল থেকে শুরু হয়েছে সার্ক নৃত্য উৎসব-১৭। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং সার্ক কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষকতায় এই নৃত্য উৎসব চলবে ৩ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত। গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটে একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত এই সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। এই অনুষ্ঠানের সমাপনী আয়োজন আগামী ৩ ডিসেম্বর ২০১৭ বিকাল ৫টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নন্দনমঞ্চে উদ্বোধনী দিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান,  সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশসহ ৫টি দেশ সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব-১৭ অংশগ্রহণ করে। এদিকে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আজ হতে ২ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে  নৃত্য কর্মশালা। বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। আয়োজনকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে ৩ ডিসেম্বর পর্যন্ত বিদেশি শিল্পী এবং বাংলাদেশি শিল্পীদের সমন্বয়ে প্রতিদিন একাডেমি প্রাঙ্গণে চলবে মনোমুগ্ধকর এই পরিবেশনা। এ ছাড়া হস্তশিল্প প্রদর্শনী, সেমিনার অনুষ্ঠিত হবে।

চ্যানেল আই-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ব্যান্ড ফেস্ট বা ব্যান্ড উৎসব। সেই হিসেবে আজ চ্যানেল আই প্রাঙ্গণে তারুণ্যের মেলা বসবে। দিনব্যাপী এ আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ দেখা যাবে চ্যানেল আই প্রাঙ্গণে। এই দিনটিতে গত তিনটি বছর ধরে চ্যানেল আই-এর উদ্যোগে ব্যান্ড সংগীত শিল্পীদের মিলিত প্রয়াসে ব্যান্ড ফেস্ট অনুষ্ঠানটি হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো শুরু হচ্ছে। আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ব্যান্ড ফেস্ট হওয়ায় এই দিনটি নবীন, প্রবীণ ব্যান্ড শিল্পীদের নিজস্ব একটা দিন। দেশীয় ব্যান্ড শিল্পীরা এক সঙ্গে, এক সুতোয় বাঁধা পড়বে এই দিনে। দিনটিতে ব্যান্ড শিল্পীরা হাসি-আনন্দ, আড্ডায় মাতবে। বহুদিনের পুরনো শিল্পী বন্ধুকেও খুঁজে পাওয়ার একটা মাধ্যম এই ব্যান্ড ফেস্ট। আয়োজিত ব্যান্ড ফেস্টে ১৬টি দেশীয় একের পর এক জুনিয়র-সিনিয়র, সমকালীন ও পুরনো জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে—অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্রিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈ এবং এলআরবিসহ ১৬টি ব্যান্ড দল। সকাল ১০টা ৩০ মিনিটে এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন হবে চতুর্থ ব্যান্ড ফেস্টের দিনব্যাপী কার্যক্রম। ম্যাট্রিক্যাল পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হবে চতুর্থ ‘ব্যান্ড ফেস্ট’ উৎসব। অনুষ্ঠানটি চলবে ‘বেসিক আলী’ আসার আগ পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে ব্যান্ড দল এলআরবি। ব্যান্ড ফেস্ট-১৭ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।

চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত এই ব্যান্ড ফেস্ট শত শত তরুণের উপস্থিতিতে মুখরিত হবে। ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু এই উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ব্যান্ড সংগীতের জন্য একটি দিন নির্ধারণ করা যায় কি না এ ব্যাপারে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রস্তাব রেখেছিলাম। প্রস্তাব গ্রহণ করার পর ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ব্যান্ড ফেস্ট। বিজয় মাসের প্রথম দিন চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ডে ঘোষণা করা হয়। ব্যান্ড সংগীতের প্রসারে এটি আমাদের চতুর্থ আয়োজন। জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে নতুন নতুন ব্যান্ড দল পারফর্ম করেছে। ব্যান্ড ফেস্ট উৎসবটি দর্শক-শ্রোতারা আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। ভ্রাতৃত্বের বন্ধনের সত্যিকার চিত্র দেখা যায় এই ব্যান্ড ফেস্টে।’ অবসকিউর ব্যান্ডের টিপু বলেন, ‘এবারসহ চারটি বছর অত্যন্ত জাঁকজমকভাবে দিনটি ব্যান্ড ফেস্ট হিসেবে পালন করা হলো। আশা করি দিনটি শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে আয়োজনের মধ্যদিয়ে পালন করা হোক।’ অন্যদিকে শিরোনামহীন ব্যান্ডের এক মুখপাত্র জানান, ‘গত বছর ব্যান্ড ফেস্টে আমরা প্রথম অংশগ্রহণ করেছিলাম। এটি বিশাল এক প্লাটফর্ম নবীন ব্যান্ডগুলোর জন্য। আমরা খুব হ্যাপি বিশাল এই আয়োজনে শামিল হতে পেরেছি বলে।’ জলের গানের রাহুল আনন্দ জানান, ‘সবার এক সঙ্গে হওয়াটা বড় শক্তি আমি মনে করি। আগামীতে আরও বড় পরিসরে ব্যান্ড ফেস্টের আয়োজন করা হোক। এটা প্রত্যাশা করি।’

সর্বশেষ খবর