শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘পাখিদের বৈঠক’ নাটকের দৃশ্য

নাটক

শিলিগুড়িতে সরকার হায়দারের ‘পাখিদের বৈঠক’

আজ শুক্রবার ভারতের শিলিগুড়িতে মঞ্চায়ন হবে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ভূমিজ নাট্যদল প্রযোজিত আলোচিত নাটক ‘পাখিদের বৈঠক’। পাখিদের বৈঠক নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার।

 

প্রদর্শনী

‘মন-মুকুরের মরমিয়া’

খন্দকার নাছির আহাম্মদের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে ‘মন-মুকুরের মরমিয়া’ শীর্ষক পক্ষ কালব্যাপী প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। ৮ ডিসেম্বর শেষ হবে পক্ষ কালব্যাপী এ প্রদর্শনী।

 

বার্ষিক শিল্পকর্ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ছাপচিত্র বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪০ জন শিল্পীর ১১৫টি শিল্পকর্ম। ৬ ডিসেম্বর শেষ হবে এ প্রদর্শনী।

 

অন্যান্য

আজ অবসকিউরের ‘স্টপ জেনোসাইড’ এর প্রকাশনা

বিজয়ের মাসের প্রথম দিন আজ শুক্রবার অনলাইনে প্রকাশিত হচ্ছে অবসকিউর ব্যান্ডের ১২তম অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’। এটি অবমুক্ত হবে ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

 

‘ছবি কথা বলে’ চলচ্চিত্র উৎসব

ঢেঁকি প্রযোজনা সংস্থার আয়োজনে আজ শুক্রবার ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের ১১টিসহ এ উৎসবে ৪৫টি দেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর