বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আনিসুল হকের জনপ্রিয় অনুষ্ঠানগুলো

শোবিজ প্রতিবেদক

আনিসুল হকের জনপ্রিয় অনুষ্ঠানগুলো

মানুষ চলে যায় কিন্তু বেঁচে থাকে তার কর্ম। দৃশ্যত আনিসুল হক চলে গেছেন কিন্তু তার কাজের মধ্যদিয়ে  তিনি বেঁচে থাকবেন অনেক বছর। ঢাকার অন্যতম সফল মেয়র হিসেবে বারবার উচ্চারিত হবে তার নাম। শুধু জনগণের কল্যাণের জন্যই নয়, ভরাট কণ্ঠ, সুন্দর বাচনভঙ্গি ও ভিন্ন ধাঁচের উপস্থাপনার শুরুটা তার হাত ধরেই হয়েছিল। আজ থেকে প্রায় ২২ বছর আগের কথা। ১৯৯৫ সালের ২৪ সেপ্টেম্বর। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে ‘জলসা’ নামে একটি বিশেষ সংগীতানুষ্ঠান চলছে। ওই সময় বিটিভির ডাকসাইটে প্রযোজক নওয়াজেশ আলী খানের প্রযোজনায় একজন তরুণ উপস্থাপকের উপস্থাপনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি শুরু হলো। শুরুতেই উপস্থাপক বললেন, আজ যারা এখানে উপস্থিত আছেন তারা অংশগ্রহণকারী শিল্পীদের স্বামী বা স্ত্রী। দর্শকরা দেখলেন, স্ক্রলে শিল্পী হিসেবে নাম ভেসে উঠল কলিম শরাফী, মুস্তাফা মনোয়ার, খান আতাউর রহমান, আবদুল্লাহ আবু সায়ীদ, নীলুফার ইয়াসমিন, সুবীর নন্দী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদিয়া আফরিন মল্লিক, শাকিলা জাফর, সোলস, মাইলস, ফিডব্যাক ও রেনেসাঁ। উপস্থাপক জানালেন, অনুষ্ঠানেও ভিন্নতা রয়েছে। তারা আজ এখানে যে গান গাইবেন জীবনে হয়তো ওই গান গাননি। বলেই তিনি রেনেসাঁ ব্যান্ডের শিল্পী নকীব খানকে রবীন্দ্রসংগীত গাইতে বললেন। এও বললেন, সাদিয়া আফরিন মল্লিক তারপর ব্যান্ডসংগীত গাইবেন। এমনিভাবে শৈল্পিক উপস্থাপনা ও শিল্পীদের গানের মাধ্যমে দর্শককে টিভি সেটের সামনে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখেন। সেই সফল উপস্থাপক আর কেউ নন, সদ্যপ্রয়াত ডিএনসিসি মেয়র আনিসুল হক। সুদীর্ঘ প্রায় দুই যুগ আগে তিনি ছিলেন একজন সফল জনপ্রিয় উপস্থাপক। ওই সময় একমাত্র বিটিভিই ছিল গ্রাম-শহর নির্বিশেষে তৎকালীন মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। ওই সময় আনিসুল হক নামের এক তরুণ উপস্থাপক দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। ঈদসহ বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক বলতেই যে কজনার নাম উঠে আসত তার মধ্যে অন্যতম ছিলেন আনিসুল হক। সুদর্শন সেই যুবকের বাচনভঙ্গি, ভরাট কণ্ঠস্বর ও আত্মবিশ্বাসী হয়ে উপস্থাপনা সবার মন কেড়ে নিত। আশির দশকে মাত্র ২৫-২৬ বছর বয়সেই একজন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেই সর্বাধিক পরিচিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক। ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তার উপস্থাপনায় ‘অন্তরালে’, ‘জলসা’, ‘আনন্দমেলা’, ‘সবিনয়ে জানতে চাই’, ‘বর্ণালী’, ‘বলা না বলার কথা’, ‘একই সূত্রে গাঁথা’ অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পায়। ১৯৯১ সালের নির্বাচনের আগে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন, আর সে বছর নির্বাচনের সময় বিটিভির ফল প্রকাশের অনুষ্ঠানেও যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে ব্যান্ড ফেস্টে আইয়ুব বাচ্চুর সঙ্গে বহুল জনপ্রিয় গান ‘চলো না ঘুরে আসি অজানাতে’ কণ্ঠ মিলিয়েছিলেন মাল্টি ট্যালেন্টেড আনিসুল হক।

সর্বশেষ খবর