বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তাদের কণ্ঠে বিজয়ের গান

শোবিজ প্রতিবেদক

তাদের কণ্ঠে বিজয়ের গান

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় তিনজন সংগীতশিল্পী। তারা হলেন—ফাহমিদা নবী, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। দেশকে নিয়ে শিল্পীরা তাদের পছন্দের ও ভালোলাগা গান পরিবেশন করেছেন এই অনুষ্ঠানে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলির নান্দনিক চিত্রায়ণ করা হয়।

এ ছাড়াও মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের বৃহত্তম লড়াই ‘গোলাইডাঙ্গার যুদ্ধের’ অন্যতম নায়ক কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধা টাইগার লোকমানের ওপর রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। যিনি তার নিজের শোয়ার ঘরটিকে বানিয়েছেন ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ কেন্দ্র’ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি ছুটে চলছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। আর একজন বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহের মো. শহীদ। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বাঙ্কারে পুঁতে রাখা একটি বাঁশের কঞ্চি বুকে বিঁধে যাওয়ায় এখনো বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে কৃষিকাজ করেন। শ্রমিক নেওয়ার পয়সা নেই, তাই মাটি কাটা থেকে শুরু করে বীজ বপন, পরিচর্যা, ফসল তোলা সবই করেন নিজ হাতে।

এ ছাড়াও অনুষ্ঠানে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের বিভিন্ন স্মৃতির কথা, সুখ দুঃখের কথা বলেছেন। অনুষ্ঠানটি নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর, শনিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।                                 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর