শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘কঞ্জুস’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

‘শান্তি’ শীর্ষক প্রদর্শনী

শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর শিল্পকর্ম নিয়ে গ্যালারি কসমসে চলছে ‘শান্তি’ শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ১৭ ডিসেম্বর শেষ হবে ১০ দিনের এ প্রদর্শনী।

 

নাটক

আজ ‘কঞ্জুস’ এর ৭০০তম মঞ্চায়ন

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে লোক নাট্যদলের ‘কঞ্জুস’। বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে ‘কঞ্জুস’-ই একমাত্র নাটক যা ৭০০তম মঞ্চায়নের মাইলফলক অতিক্রম করে গৌরবের একটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে।

 

আজ ‘কঙ্কাল’-এর মঞ্চায়ন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কঙ্কাল’ অবলম্বনে আজ মঞ্চায়ন হবে নাটকের দল নাট্যতীর্থ প্রযোজিত নাটক ‘কঙ্কাল’। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরিবীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে এ নাটকটি।

 

অন্যান্য

১৮ ডিসেম্বর শুরু হচ্ছে তৃতীয় নৃত্যনাট্য উৎসব

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ১৮ ডিসেম্বর  শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পাঁচদিনের তৃতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব।

 

শিল্পকলা একাডেমির বিজয়ের অনুষ্ঠান

বিজয় দিবস উদযাপনে কাল শনিবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বিজয় উৎসব ২০১৭

একযোগে রাজধানীর ৮টি মঞ্চে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব ২০১৭।

১৯ ডিসেম্বর শেষ হবে এ বিজয় উৎসব।

 

মুক্তিযুদ্ধ জাদুঘরের বিজয়ের অনুষ্ঠানমালা

মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক সপ্তাহব্যাপী বিজয় উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর