শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নদীর বুকে গহীন বালুচর

আলাউদ্দীন মাজিদ

নদীর বুকে গহীন বালুচর

নদীর বুকে এক চর জেগেছে। সেই বালুচরে পারুল, সুজন আর নিশির প্রেম সবাইকে ঘোর লাগিয়ে দেয়।

মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আর গ্রামীণ পটভূমির একটি প্রেমের গল্প নিয়ে বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। গহীন বালুচর, নাম শুনেই আঁচ করা যায় এটি গ্রামীণ পটভূমির ছবি। বাংলাদেশের চলচ্চিত্র। একটি চরের গল্প। চিরন্তন বাংলার গল্প। চর দখল, বেদখল, পরস্পর সংঘাত। প্রথম ফ্রেম থেকেই দর্শক বুঝতে পারবেন তারা একটি পরিপূর্ণ চলচ্চিত্র দেখছেন। “আমি আসলে একটি ভালোবাসার চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি। গ্রামীণ পটভূমির প্রেম। এটুকু বলতে পারি, আমার ছবি ‘আমার বাংলার’ জন্য। যেটি মুক্তির পর টিকিট কেটে মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।” কথাগুলো বলছিলেন ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের পরিচালক বদরুল আনাম সৌদ। এই চলচ্চিত্রের মাধ্যমে তিন দশকেরও বেশি সময় পর বড় পর্দায় দেখা যাবে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফাকে। চলচ্চিত্রের গল্পে দুই পরিবারের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তারা। আসাদ অভিনয় করেছেন লতিফ নামে আর সুবর্ণার চরিত্রের নাম আসমা। সিনেমায় আরও অভিনয় করেছেন আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা ও রুনা খান। ‘গহীন বালুচর একটি পুরোদস্তুর চলচ্চিত্র। আবহ সংগীত, সংগীতায়োজন, অভিনয়, চিত্রায়ণ সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ চলচ্চিত্র।’ ‘নাচে-গানে ভরপুর আমাদের এ সিনেমা’, বললেন সুবর্ণা। ‘চমৎকার কিছু গান আছে, ছবির ফটোগ্রাফি খুব সুন্দর। মানুষ হলে বসে ছবিটা দেখে পরিপূর্ণ আমেজ নিয়ে বেরিয়ে আসবে। এখানে না বোঝার কোনো জায়গা নেই, খেই হারিয়ে ফেলার কোনো ফুরসত নেই। কারণ, ছবির গল্পটা ভেরি ওয়েল ট্রেন্ড।’ পরিচালক সৌদ বলেন, ‘আমি দর্শকের জন্য ছবি বানিয়েছি। পুরস্কার কিংবা বিদেশের প্রতিযোগিতায় পাঠানোর জন্য নয়।’

গহীন বালুচর-এর পুরো গল্পটাকে এগিয়ে নিয়েছে পাঁচটি গান। ‘তারে দেখি আমি রোদ্দুরে’, ‘তা তা থই তাথৈ তাথৈ’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘ঝড়ের মধ্যে পইড়া গেছে নাও’ এবং ‘চর জেগেছে, কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি, লিজা, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, ঐশী, ফজলুর রহমান বাবু, জয়িতা, সাব্বির ও মনির। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। পরিচালক জানালেন, অযৌক্তিকভাবে আসেনি গান। প্রতিটি গান গল্পের প্রয়োজনে এসে গল্পকে এগিয়ে নিয়ে গেছে।

গহীন বালুচর-এর প্রধান তিনটি চরিত্রে আছেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন। সিনেমায় পারুল চরিত্রে মুন, সুজন চরিত্রে তানভীর ও নিশি চরিত্রে অভিনয় করেছেন নীলা। নীলা আর তানভীরের এটাই প্রথম ছবি। সিনেমায় অভিনয় যে কত কষ্টের, সেটা তাদের ধারণাতেই ছিল না। ছবিতে অভিনয় করতে গিয়ে এই তিনজনের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়েছে। পরিচালক বদরুল আনাম সৌদ এই তিনজনকে নিয়ে বললেন, ‘কষ্ট করে সারা দিন শুটিং করলেও তিনটি ছেলেমেয়ে সব সময়ই খুব হাসিখুশি থাকত। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম ওদের দিকে। ভাবতাম, এত আনন্দ ওরা পায় কোথায়? খুব ভালো লেগেছে ওদের সঙ্গে কাজ করে। আমার বিশ্বাস, ওরা আগামীতে আরও ভালো কিছু কাজ করবে।’

ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’। ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর