রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আজ ইত্যাদির পুনঃপ্রচার

শোবিজ প্রতিবেদক

আজ ইত্যাদির পুনঃপ্রচার

প্রকৃতির অনন্য সৃষ্টি কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার হবে আজ রাত ৮টায় বাংলা সংবাদের পর। ঐতিহ্য, সম্পদ এবং সৌন্দর্যের বিপুল আধার পর্যটন জেলা কক্সবাজার কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের বুকেও এক অসামান্য স্থান দখল করে আছে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে আছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্র্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর ওপর আছে একটি বিশেষ প্রতিবেদন। এ ছাড়াও কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবণ চাষ, মহেশখালীর পান এবং কক্সবাজারের সবচেয়ে বৃহত্তম শুঁটকি পল্লী নাজিরারটেকের ওপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন। সম্প্রতি তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী ইত্যাদি আবিষ্কৃত মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকসে্র সৌজন্যে। এক যোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর