শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চমকে চমকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

পান্থ আফজাল

চমকে চমকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

সেরা ছবি : বিলবোর্ডস আউটসাইড, ইবিং মিসৌরি

গতকাল যুক্তরাষ্ট্রে বসেছিল ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জমজমাট আসর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বাংলাদেশ সময় ৮ জানুয়ারি ভোরে শুরু হয় গোল্ডেন গ্লোবসের এ আসর। এ আয়োজনে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এবারের আসরে ‘টাইমস আপ’ উদ্যোগকে সমর্থন জানিয়ে প্রতিবাদস্বরূপ তারকারা কালো রঙা পোশাক পরে হাজির হন গোল্ডেন গ্লোবসের লাল গালিচায়। এবারের এই আসর উপস্থাপনা করেন সেথ মেয়ার্স। আজীবন সম্মাননা হিসেবে এবারের সেসিল বি. ডিমিলে পুরস্কার পেয়েছেন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। এবারের দূত হয়েছেন সিমোনি গার্সিয়া জনসন। ছোট পর্দার মধ্যে সর্বাধিক চারটি পুরস্কার জিতেছে ‘বিগ লিটল লাইস’। টেলিভিশন ফিল্মের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন নিকোল কিডম্যান। ‘লরা ডার্ন’ সেরা পার্শ্ব অভিনেত্রী আর আলেক্সান্ডার স্কার্সগর্ড হয়েছেন পার্শ্ব অভিনেতা। সেরা টেলিভিশন ফিল্মের খেতাব পেয়েছে ‘বিগ লিটল লাইস’। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ছিল চমকের পর চমক। এই আসরে সর্বাধিক চারটি পুরস্কার জিতেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। সেরা চিত্রনাট্যকার ছবিটির পরিচালক মার্টিন ম্যাকডোনা। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’তে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড। তিনি ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পুলিশের চরিত্রে দারুণ অভিনয়ের জন্য স্যাম রকওয়েল পেয়েছেন পার্শ্ব অভিনেতার পুরস্কার। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অ্যালিসন জেনি (আই, টনিয়া)। সেরা চলচ্চিত্র হয়েছে ‘লেডি বার্ড’। এটি নারী নির্মাতা গ্রেটা গারউইগের প্রথম পরিচালনা। এতে অভিনয়ের জন্য মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে সেরা অভিনেত্রী হলেন সাওয়ার্স রোনান। এ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার গেছে ‘দ্য ডিজাস্টার আর্টিস্ট’ ছবির পরিচালক ও অভিনেতা জেমস ফ্রাঙ্কোর কাছে। সর্বাধিক সাতটি মনোনয়ন পাওয়া ‘দ্য শেপ অব ওয়াটার’ সেরা হয়েছে মাত্র দুটি বিভাগে। এ ছবি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন মেক্সিকোর গুইলারমো দেল তোরো। এ ছাড়া সেরা মৌলিক সুরের পুরস্কার গেছে ছবিটির ঘরে। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবিতে যুক্তরাজ্যের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ড্রামা বিভাগের সেরা অভিনেতা হয়েছেন ৫৯ বছর বয়সী ব্রিটিশ তারকা গ্যারি ওল্ডম্যান। সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে সেরা হয়েছে জার্মানির ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’। সেরা অ্যানিমেটেড ছবি হয়েছে ডিজনির ‘কোকো’।

 

এক নজরে গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা) : থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) : লেডি বার্ড

অভিনেতা (ড্রামা) : গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

অভিনেত্রী (ড্রামা) : ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : জেমস ফ্রাঙ্কো (দ্য ডিজাস্টার আর্টিস্ট)

অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : সাওয়ার্স রোনান (লেডি বার্ড)

পার্শ্ব অভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

পার্শ্ব অভিনেত্রী : অ্যালিসন জেনি (আই, টনিয়া), সেরা পরিচালক : গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

সেরা চিত্রনাট্যকার : মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

সেরা মৌলিক সুর : আলেকজান্দ্রে দেপ্লা (দ্য শেপ অব ওয়াটার)

সেরা মৌলিক গান : দিস ইজ মি (বেঞ্জ পাসেক ও জাস্টিন পল, দ্য গ্রেটেস্ট শোম্যান)

সেরা অ্যানিমেটেড ছবি : কোকো, সেরা বিদেশি ভাষার ছবি : ইন দ্য ফেড (জার্মানি),

টেলিভিশন

সেরা সিরিজ (ড্রামা) : দ্য হ্যান্ডমেইড’স টেল

সেরা সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) : দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, অভিনেতা (ড্রামা) : স্টারলিং কে. ব্রাউন (দিস ইজ আস)। অভিনেত্রী (ড্রামা) : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেল), অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : আজিজ আনসারি (মাস্টার অব নান), অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : র‌্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), অভিনেতা (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম) : ইউয়ান ম্যাকগ্রেগর (ফার্গো), অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম) : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস), পার্শ্ব অভিনেতা : আলেক্সান্ডার স্কার্সগর্ড (বিগ লিটল লাইস), পার্শ্ব অভিনেত্রী : লরা ডার্ন (বিগ লিটল লাইস), সেরা মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম: বিগ লিটল লাইস

সর্বশেষ খবর