মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নায়করাজের জন্মদিন আজ

নায়করাজের জন্মদিন আজ

আজ প্রয়াত নায়করাজ রাজ্জাকের জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকতলায় জন্ম নেওয়া আবদুর রাজ্জাক এক সময় হয়ে উঠলেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি। নায়করাজ খ্যাতি পাওয়াটা রাজ্জাকের জন্য খুব একটা সহজ ছিল না। প্রচণ্ড পরিশ্রম আর অধ্যবসায় তাকে এদেশের চলচ্চিত্রের শীর্ষ ব্যক্তিত্বে পরিণত করে। তিনি ছিলেন একাধারে অভিনেতা ও নির্মাতা। দুই পরিচয়ে সফল এ গুণী মানুষটি সবশ্রেণির মানুষের অকুণ্ঠ ভালোবাসায় যেমন সিক্ত হয়েছেন তেমনি রাষ্ট্র তাকে একাধিকবার শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা জাতীয় পুরস্কারে আজীবন সম্মাননা দিয়েই তৃপ্ত হতে পারেনি। তার আকাশছোঁয়া সফল কর্মযজ্ঞ ও সাফল্যের জন্য তাকে ভূষিত করেছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদকে। নায়করাজের জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। মানুষের এই ভালোবাসা সহজভাবে পাননি তিনি। অভিনয়ের শুরুতে এফডিসিতে যখন টানা কাজ করতেন তখন মেকআপ রুমের ফ্লোরে পড়ে ঘুমাতে হয়েছে তাকে। সপ্তাহে একদিন রবিবার শুধু বাসায় যেতে পারতেন। তাও এফডিসিতে শুটিং থাকলে। না হলে সপ্তাহ এমনকি মাসও কেটে যেত প্রিয় স্ত্রী এবং আদরের সন্তানদের মুখ না দেখে। অক্লান্ত পরিশ্রম করে একসময় হয়ে উঠেন তিনি কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল ধূমকেতু আকস্মিকভাবে গত বছরের ২১ আগস্ট সবাইকে অঝোরে কাঁদিয়ে চলে গেলেন চিরদিনের মতো না ফেরার দেশে। তার প্রস্থানের পর আজ তার প্রথম জন্মদিনে তার স্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধা আর শুভেচ্ছা। সেই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই আয়োজন তৈরি করেছেন—আলাউদ্দীন মাজিদ

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর