বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাহফুজুর রহমানের উপন্যাস থেকে মেগা সিরিয়াল

শোবিজ প্রতিবেদক

মাহফুজুর রহমানের উপন্যাস  থেকে মেগা সিরিয়াল

বাজারে এসেছে ড. মাহফুজুর রহমানের প্রথম উপন্যাস ‘স্মৃতির আল্পনা আঁকি’। উপন্যাসটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ আর প্রচ্ছদের আলোকচিত্রী সৈয়দা সায়মা। আর এই উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে মেগা সিরিয়াল। উপন্যাসের মোড়ক উন্মোচন এবং মেগা সিরিয়ালের প্রিমিয়ার শো অনুষ্ঠিত, বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলা স্টুডিওতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ এবং ‘স্মৃতির আল্পনা আঁকি’র রচয়িতা ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমিত্র শেখর, সুভাষ সিংহ রায়, কাজী হায়াত, রাশেক রহমান, শেখ মো. আসলাম এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক, উপদেষ্টামণ্ডলীসহ মেগা সিরিয়ালের নির্মাতা, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদসহ  বিভিন্ন ব্যক্তি। ‘স্মৃতির আল্পনা আঁকি’ নিয়ে মেগা সিরিয়ালের চিত্রনাট্য ও শীর্ষ পরিচালনায় রয়েছেন মুরাদ পারভেজ। উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন ও মুরাদ পারভেজ এবং চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন রিন্টু পারভেজ।  মেগাসিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মলিক জলি, খালেকুজ্জামান, তাজিন আহমেদ, নিলয় আলমগীর, হিমি, কোহিনুর আলম, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, সুস্মি আহসান, অবাক রায়হান রিয়াদ, ম আ সালাম, রোজ আইরিন, রবিউল মাহমুদ ইয়াং, তাজমেরিন ইভানা, ফিরোজ তোহা, তাবাসুম মিথিলা, দীপক কর্মকার, মুসা রুবেল, আর এ রাহুল, মাহমুদা আক্তার, সোনিয়া চৌধুরী লাজুক, শাহাদাত হোসেন সাগর, রাজীব মজুমদার, সুব্রত সাহা, জান্নাতুল তূর্ণা, শেখ জ্যোতি, বিজয়, প্রাণেশ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর