বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চার ভাষার ওয়েব সিরিজে অন্তু

শোবিজ প্রতিবেদক

চার ভাষার ওয়েব সিরিজে অন্তু

দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি এই চার ভাষায় কনটেক্স জি-ফিল্মসের ব্যানারে নির্মিত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন নির্মাতা অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অন্তু করিম। গত রবিবার অন্তর্জালে পোস্টার উন্মুক্ত হয়। এরপর থেকেই দর্শক মহলে আলোচনায় আসে ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে, ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশ, সে সময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু কুচক্রী মহল। ওদের চক্রান্তের সঙ্গে ঘটনাক্রমে জড়িয়ে পড়ে সাজিদের পুরো পরিবার। ধুন্ধুমার অ্যাকশন আর রহস্যে ভরপুর গল্পটির জট খুলবে খুব শিগগিরই। খুব তাড়াতাড়ি অন্তর্জালে মুক্তি পাচ্ছে ‘দ্য প্রটেকটর’ এর ফার্স্ট লুক।

সর্বশেষ খবর