বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নারী দিবসে টিভি আয়োজন

‘প্রেরণায় নারীর গল্প’

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী তিন নারী নির্মাতার বিশেষ নাটক প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে আজ চয়নিকা চৌধুরীর ‘শিখার কথা’ প্রচারিত হবে রাত ৮টায়। পরের দিনের নাটক ‘খোলা চিঠি’ প্রচারিত হবে ৯ মার্চ রাত ৮টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনায় মাতিয়া বানু শুকু। শেষ দিনের নাটক ‘রূপ-অরূপের গল্প’ প্রচারিত হবে ১০ মার্চ রাত ৮টায়। রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

 

নাটক ‘সখী, মেঘমুখী তুমি সূর্যমুখী হও’ ও ‘শ্রাবস্তীর কারুকার্য’

দুপুর ১টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘সখী, মেঘমুখী তুমি সূর্যমুখী হও’। ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘শ্রাবস্তীর কারুকার্য’। শিরীন বকুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুক্তাদির ইবনে সালাম।

 

নারীর অবস্থানে গাইবেন সায়ান

নারী দিবস উপলক্ষে নির্মিত ‘অবস্থান’ নামের  অনুষ্ঠানে গাইবেন সায়ান। উপস্থাপনায় নাহিন শফিক। আজ ৬টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান নারীর অবস্থান’।

 

চ্যানেল আইয়ের দিনব্যাপী অনুষ্ঠানমালা

সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার করবে ‘গানে গানে সকাল শুরু’। গান করবেন শিল্পী অনিমা রায়। ১২টা ৫ মিনিটে ‘তারকাকথন’। পরিচালনায় অনন্যা রুমা। বিকাল ৩টা ৩০ মিনিটে ‘পালাবি কোথায়’। পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। রাত ৮টায় ‘সাত ভাই চম্পা’। পরিচালনায় রিপন নাগ। অভিনয়ে নওশাবা, অমিত সিনহা নাফিসা কামাল ঝুমুর প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর