রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইতালিতে ‘ডুব’ এবং ফারুকী

শোবিজ প্রতিবেদক

ইতালিতে ‘ডুব’ এবং ফারুকী

সর্বশেষ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘ডুব’। দুই মাস বিরতির পর ‘ডুব’ আবার তার ফেস্টিভ্যাল ভ্রমণ শুরু করেছে। ১৯ থেকে ২৪ মার্চ পর্যন্ত ইতালির মিলানে হতে যাচ্ছে ২৮তম এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকা চলচ্চিত্র উৎসব। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আরও ১০টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছে ‘ডুব’। এ উৎসবে প্রতিযোগিতা করছে বার্লিনে জেনারেশন সেকশন বিজয়ী ছবি ‘দ্য সিন অ্যান্ড আনসিন’। উৎসবে অংশ নিতে ২০ মার্চ মিলানের উদ্দেশে রওনা হবেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ২৩ মার্চ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানিয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব সিনেমা ইন তুরিন। ওই প্রদর্শনীতে যোগ দিতে ২৩ মার্চ মিলান থেকে তুরিন যাবেন ফারুকী। সেখানে প্রদর্শনী শেষে প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করবেন। এ ছাড়া মিলান ফিল্ম স্কুল তাদের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে ফারুকীকে। মিলান ফিল্ম স্কুলে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ২২ মার্চ।

সর্বশেষ খবর