শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বসন্তের গান নিয়ে অবয়ব

শোবিজ প্রতিবেদক

বসন্তের গান নিয়ে অবয়ব

অবয়ব নাট্যদল ১৯৯৭ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশজ সংস্কৃতির প্রকাশ ও বিকাশের উদ্দেশে কাজ করে যাচ্ছে। দলটির শিল্পচর্চার প্রধানতম মাধ্যম নাটক হলেও গান- বিশেষত রবীন্দ্র সংগীতের প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসা রয়েছে। নিয়মিত ঋতুবন্দনা অনুষ্ঠানমালার অংশ হিসেবে রবিঠাকুরের বসন্তের গান নিয়ে এটি দলটির তৃতীয় আয়োজন। আজ সন্ধ্যা ৭টায় মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে (মিরপুর-২, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে) ‘রাঙিয়ে দিয়ে যাও’ শিরোনামে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। সংগীত দলের সমন্বয়ক রামকৃষ্ণের তত্ত্বাবধানে দলটির সদস্যরা একক ও দলীয় সংগীত পরিবেশন করবেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর